বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড ঊর্ধ্বগতি, বাংলাদেশে দাম বাড়বে?

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ২০:০৯:৪১
বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড ঊর্ধ্বগতি, বাংলাদেশে দাম বাড়বে?

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, ডলারের মান কমে যাওয়া এবং মার্কিন শুল্কনীতি নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে ঝুঁকছেন স্বর্ণের দিকে। এর প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (১ জুলাই) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩,৩৪৯.৩২ ডলারে। অন্যদিকে ফিউচার মার্কেটে একই দিনে স্বর্ণের দাম ১.৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩,৩৬১.৭০ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, ২০২২ সালের শুরুর পর ডলারের মান সবচেয়ে নিচে নেমে এসেছে, যার ফলে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ এখন তুলনামূলকভাবে সাশ্রয়ী।অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টা বলেন, “মার্কিন শুল্কনীতি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঠেলে দিচ্ছে।”

বিশ্লেষণে আরও বলা হয়, জুলাইয়ে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করতে পারে, যার জেরে বিশ্ববাজারে চাপে পড়তে পারে বাণিজ্য পরিস্থিতি।প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে ফেডারেল রিজার্ভের সুদের হার কমাতে চাপ দিচ্ছেন। এমনকি সুদ কমানোর প্রস্তাব সম্বলিত হাতে লেখা একটি নোটও তিনি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে পাঠিয়েছেন।

বিশ্লেষক ইভাঞ্জেলিস্টার ভাষ্য অনুযায়ী, “স্বর্ণের দাম যদি ৩,৩৫০ ডলারের আশেপাশে স্থিতিশীল থাকে, তবে তা ৩,৩৭০ ডলার পর্যন্ত উঠতে পারে।”

এইচএসবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, “যদি স্বর্ণের দাম ৩,৩০০ ডলারের ওপরে থাকে, তবে কেন্দ্রীয় ব্যাংকগুলো কিছুটা কম কিনতে পারে। কিন্তু দাম কমলে চাহিদা আবার বাড়বে।”

বিশ্ববাজারে এমন ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের বাজারেও দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও যেকোনো সময় স্বর্ণের দাম সমন্বয় হতে পারে।

গত ২৮ জুন সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২,৬২৪ টাকা কমানো হয়েছিল। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১,৭০,২৩৬ টাকায়।২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১,৬২,৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১,৩৯,২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ১,১৫,১৭০ টাকায়।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ