নতুন রাজনৈতিক দল গঠনের হুমকি দিলেন ইলন মাস্ক

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১১:৪৯:২৯
নতুন রাজনৈতিক দল গঠনের হুমকি দিলেন ইলন মাস্ক

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও টেসলা ও স্পেসএক্স প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ব্যয় পরিকল্পনাকে ‘পাগলামী পর্যায়ের খরচ’ বলে আখ্যায়িত করে দেশটিকে অনিয়ন্ত্রিত ঋণের পথে ঠেলে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন। একইসঙ্গে তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন যা সত্যিকার অর্থে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবে।

সোমবার (৩০ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (পূর্বে টুইটার)-এ দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, “এটি স্পষ্ট, আমরা এখন একদলীয় শাসনের আওতায় বাস করছি, যার নাম হতে পারে ‘পোর্কি পিগ পার্টি’। এখন সময় এসেছে এমন একটি রাজনৈতিক দল গঠনের, যারা সত্যিকার অর্থে জনগণের কথা বলবে।”

মাস্ক মূলত যে বিতর্কিত ব্যয় পরিকল্পনার কথা বলছেন, সেটি যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণসীমা প্রায় ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিচ্ছে। বিশাল অঙ্কের এই পরিকল্পনাকে মাস্ক কেবল একটি অর্থনৈতিক হুমকি হিসেবে দেখেননি, বরং তিনি মনে করছেন এটি আমেরিকার ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি সরাসরি বিপদ। তিনি বলেন, “এই বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেওয়ার এক উন্মত্ত প্রয়াস।”

প্রসঙ্গত, এটি প্রথমবার নয় যখন ইলন মাস্ক এ ধরণের রাজনৈতিক মন্তব্য করলেন বা প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করলেন। এর আগেও মাস্ক বাজেট ও ঋণ সংক্রান্ত ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের নেতাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে আখ্যা দিয়েছিলেন। তবে এবার তার ভাষা আরও কঠোর ও প্রত্যক্ষ ছিল, যা মার্কিন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মাস্ক সতর্ক করে বলেন, “যদি এই বিলটি পাস হয়, তাহলে পরদিনই ‘আমেরিকা পার্টি’ গঠিত হবে।” এই ঘোষণার মধ্য দিয়ে তিনি কার্যত একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের সম্ভাবনা উসকে দিলেন, যার লক্ষ্য হবে মার্কিন ভোটারদের জন্য প্রকৃত বিকল্প তৈরি করা এবং প্রভাবশালী দুই দল ডেমোক্র্যাট ও রিপাবলিকানের আধিপত্য ভাঙা।

তিনি আরও বলেন, “আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা দীর্ঘদিন ধরেই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই ‘ইউনিপার্টি’ বাস্তবিক অর্থে জনগণের কথা বলে না। এখন সময় এমন একটি শক্তি তৈরির, যার মধ্যে থাকবে সত্যিকারের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সাধারণ নাগরিকের স্বার্থ।”

মাস্কের এই মন্তব্যের পরে বিনিয়োগ বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। টেসলার শেয়ারমূল্য এক পর্যায়ে হঠাৎ ৭ শতাংশের বেশি পড়ে যায়, যার ফলে কোম্পানির বাজারমূল্য থেকে মুহূর্তের মধ্যে মুছে যায় প্রায় ১৫০ বিলিয়ন ডলার। যদিও পরে কিছুটা ঘুরে দাঁড়ায়, তবে বিনিয়োগকারীরা স্পষ্ট বার্তা পেয়েছেন শীর্ষ ব্যবসায়ী নেতার রাজনৈতিক অবস্থান কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বাজারেও এর সুস্পষ্ট প্রভাব পড়ে।

বিশ্লেষকরা বলছেন, মাস্কের রাজনৈতিক উচ্চারণ ও নতুন দল গঠনের ইঙ্গিত মার্কিন রাজনীতিতে ‘তৃতীয় শক্তি’র ধারণাকে আরও বাস্তবসম্মত করে তুলছে, যদিও ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রে তৃতীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম টিকে থাকাটা অত্যন্ত চ্যালেঞ্জিং।

ইলন মাস্কের মন্তব্য ও অবস্থান এই সত্যকে সামনে এনেছে যে, প্রযুক্তি ও ব্যবসায়িক নেতৃত্ব এখন কেবল আর্থিক বা উদ্ভাবনী চিন্তায় সীমাবদ্ধ নেই তারা সরাসরি রাজনৈতিক কাঠামো নিয়েও প্রশ্ন তুলছে। অর্থনীতির ওপর সরকারের নিয়ন্ত্রণ, ঋণের লাগামছাড়া নীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে মাস্ক কেবল একজন উদ্যোক্তা নন, বরং ক্রমশ ‘রাজনৈতিক মঞ্চে’ প্রভাবশালী এক কণ্ঠে পরিণত হচ্ছেন।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ