জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফারুকীর বার্তা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১১:২৭:৪৮
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফারুকীর বার্তা

‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত মাসব্যাপী কর্মসূচি’র সূচনা পর্বে গভীর সন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (১ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বলেন, “আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।”

পোস্টে ফারুকী বিশেষভাবে প্রশংসা করেন শহীদ মিনারে রাতের কর্মসূচিকে, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই স্মরণ’ কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, “শহীদ মিনারে গতরাতের আয়োজনটি অত্যন্ত উঁচু মানের ছিল। যারা এটা সংগঠিত করেছেন, বিশেষ করে বিএনপির চিন্তাশীল নেতৃত্ব, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন।”

তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য অংশীদার দল ও সংগঠনগুলোও তাদের কর্মপরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করে ফেলেছে এবং জুলাইয়ের ঐক্য-প্রতীক এই আন্দোলন সবাইকে আবারও একত্রিত করবে। তার ভাষায়, “জুলাইয়ের স্মৃতি যেন আমাদের পথ দেখায় এবং গত জুলাইয়ের মতোই সবাইকে আবার একই পতাকার নিচে একত্র করে।”

জাতীয় স্মৃতির পুনরুদ্ধার ও ঐতিহাসিক ধারাবাহিকতা গঠনের এই উদ্যোগকে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে ফারুকী বলেন, “জাতীয় স্মরণপঞ্জি আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আমি আহ্বান জানাই, শুধু কেন্দ্রীয় কর্মসূচিতেই নয়, বরং সব অংশীদারদের নিজস্ব আয়োজিত অনুষ্ঠানেও সক্রিয়ভাবে অংশ নিন। স্মরণ শুধুই আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি গণচেতনার পুনর্জাগরণ।”

সংগীতের প্রভাব নিয়ে আলাদাভাবে মন্তব্য করে তিনি বলেন, “ধন্যবাদ ‘দ্য রেড জুলাই’ দলকে, যারা ‘আমাদের প্রিয় জুলাই’ গানটি ভিডিওতে ব্যবহার করেছে। এই গানটি গত বছর এক নতুন মাত্রা পেয়েছিল। আর অর্ক মুখার্জির কণ্ঠে এই সংস্করণটি ছিল একেবারেই হৃদয়গ্রাহী ও অনন্য।”

উল্লেখ্য, জুলাই-আগস্ট ২০২৪ সালে সংঘটিত গণঅভ্যুত্থান স্মরণে এবারের কর্মসূচিগুলো সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐক্যবদ্ধতার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। শহীদ মিনার থেকে শুরু হওয়া এ আয়োজনের মাধ্যমে ইতিহাস, সংগীত, রাজনীতি এবং নাগরিক সমাজের চেতনার এক সমন্বিত রূপ ফুটে উঠছে।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ