ট্রলের নিশানায় ভারতের পররাষ্ট্রসচিব!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ১৭:২৮:৪৭
ট্রলের নিশানায় ভারতের পররাষ্ট্রসচিব!

সত্য নিউজ: ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে সরকারি অবস্থান তুলে ধরার পর থেকেই ভয়াবহ ট্রলের মুখে পড়েছেন তিনি ও তাঁর পরিবার। গত শনিবার এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মিশ্রি জানান, ভারত ও পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি যুদ্ধবিরতির সিদ্ধান্তে উপনীত হয়েছে। তবে তাঁর এই ঘোষণা সামনে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যক্তিগত আক্রমণ ও অবমাননার ঝড়।

বিশেষ করে এক্স (সাবেক টুইটার)–এ বিক্রম মিশ্রির অ্যাকাউন্টে নেমে আসে গালাগাল, অশ্লীল মন্তব্য ও রাজনৈতিক বিদ্বেষ। এমনকি তাঁর মেয়েকেও উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে তিনি এরপর তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ‘লক’ করে দেন।

এই অনভিপ্রেত ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছে ভারতের প্রশাসন ক্যাডারের শীর্ষ সংগঠন আইএএস (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস)। এক বিবৃতিতে তারা বলেছে, “রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় একজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে এমন ব্যক্তিগত আক্রমণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।” সংস্থাটি মিশ্রির প্রতি তাদের সংহতি প্রকাশ করে দায়িত্ব পালনে নিষ্ঠা ও নিরপেক্ষতার পক্ষে অবস্থান নিয়েছে।

এ ছাড়া ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক্স–এ দেওয়া এক পোস্টে তারা জানায়, বিক্রম মিশ্রি ও তাঁর পরিবারের ওপর যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য ও সমাজে দায়িত্বশীল আচরণের পরিপন্থী।

দ্য হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধবিরতির ঘোষণার জন্য ব্যক্তিগতভাবে মিশ্রিকে দায়ী করে অনেকেই তাঁর প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য রেখেছেন। অথচ পররাষ্ট্রনীতির মতো স্পর্শকাতর বিষয়ে একজন সচিব শুধুমাত্র সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন—তিনি নিজে নীতিনির্ধারক নন।

এই ঘটনার প্রেক্ষিতে দেশজুড়ে সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং দায়িত্ব পালনে সুরক্ষা নিশ্চিত করার দাবি আরও জোরালোভাবে সামনে এসেছে। রাজনৈতিক মতপার্থক্যের ভিত্তিতে রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা গণতান্ত্রিক পরিপক্বতার পরিপন্থী বলেও বিশ্লেষকরা মনে করছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ