একটি উঁকি, তিনটি গুলি—ইসরাইলি স্নাইপারের নিশানায় কিশোর রায়ান

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৭ ১০:৪২:২২
একটি উঁকি, তিনটি গুলি—ইসরাইলি স্নাইপারের নিশানায় কিশোর রায়ান

দখলদার ইসরাইলি বাহিনীর হাতে পশ্চিম তীরে আরও এক কিশোর প্রাণ হারাল। নিহত কিশোরের নাম রায়ান তামের আনোয়ার হুশিয়েহ (১৩)। গত বুধবার (২৫ জুন) বিকেলে অধিকৃত পশ্চিম তীরের আল-ইয়ামুন শহরে তাকে গুলি করে হত্যা করে এক ইসরাইলি স্নাইপার।

আন্তর্জাতিক শিশু অধিকার সংগঠন ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল - প্যালেস্টাইন (ডিসিআই-পি) এক বিবৃতিতে জানায়, রায়ান ওমর শহরের আল-খাত্তাব মসজিদের পাশের একটি গলিতে অবস্থান করছিল। সে ইসরাইলি বাহিনীকে দেখতে দেয়ালের উপর দিয়ে উঁকি দিলে স্নাইপার মাত্র ৫০ থেকে ৬০ মিটার দূরত্ব থেকে তাকে লক্ষ্য করে তিনবার গুলি ছোড়ে।

সংগঠনটি আরও জানায়, গুলিগুলো রায়ানের ঘাড়, পেট ও উরুতে লাগে। ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

ডিসিআই-পি’র প্রোগ্রাম ডিরেক্টর আয়েদ আবু একতাইশ এক বিবৃতিতে বলেন, “ইসরাইলি সেনারা রায়ানের নিজ শহরে প্রবেশ করে বিনা সংকোচে গুলি চালিয়ে হত্যা করেছে। এদের জবাবদিহিতার কোনো ব্যবস্থাও নেই। শিশুদের শৈশব আজ এক নির্মম মৃত্যুযাত্রায় পরিণত হয়েছে।”

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর গুলিতে পশ্চিম তীরে নিহত শিশুদের সংখ্যা দাঁড়িয়েছে ৩০-এ। প্রতিটি মৃত্যুই গভীরভাবে আলোচিত হলেও বিচার কিংবা আন্তর্জাতিক পদক্ষেপের লক্ষণ দেখা যাচ্ছে না।

ফিলিস্তিনি নাগরিক সমাজ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হত্যাকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছে। তবে এখনো পর্যন্ত ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ