ইরান ইসরাইলের যুদ্ধ

যুদ্ধ থামাতে চায় তেলআবিব, কিন্তু শর্ত কড়া দিল ইরান

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ২০:২৫:৪৪
যুদ্ধ থামাতে চায় তেলআবিব, কিন্তু শর্ত কড়া দিল ইরান

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানোর পর এবার সেই সংঘাত দ্রুত সমাপ্ত করতে চায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত এই অভিযানের পর ইসরায়েলের বার্তা ইতোমধ্যে আরব মিত্রদের মাধ্যমে তেহরানে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সোমবার (২৩ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ইসরায়েল এখন চায়, চলমান সামরিক উত্তেজনা দ্রুত অবসান হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন ইরানের হাতে।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের সামরিক অভিযানের মাধ্যমে তেলআবিব চাচ্ছে ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করতে। দেশটি মনে করছে, তারা শিগগিরই তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে সক্ষম হবে।

তবে ইরানের অবস্থান ভিন্ন। আরব কূটনৈতিক সূত্রগুলো জানায়, ইসরায়েল যুদ্ধ বন্ধে প্রস্তুত থাকলেও, ইরান এখনই থামতে রাজি নয় যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ‘পূর্ণ জবাব’ দিতে সক্ষম হয়।

একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন, “ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয়, তাহলে আমরা এখনই হামলা থামাতে পারি। এটা একান্তই তাদের সিদ্ধান্ত।” তিনি আরও বলেন, “যদি একটি সমঝোতা হয়, তাহলে আমরা এই সামরিক অভিযানের ফলাফলেই সন্তুষ্ট থাকব।”

ইসরায়েলি চ্যানেল-১২ আরও জানায়, সংঘাত বন্ধের দুটি পথ খোলা রয়েছে—প্রথমত, ইসরায়েল একতরফাভাবে ঘোষণা দিতে পারে যে, তারা তাদের লক্ষ্য পূরণ করেছে এবং ইরান হামলা থামিয়েছে; দ্বিতীয়ত, উভয়পক্ষ একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে। তবে তেলআবিব দ্বিতীয় পথটিকে তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য মনে করছে।

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানিয়েছে, সোমবার ইসরায়েল তেহরানের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন বেশ কয়েকটি স্থাপনায় আঘাত হানে, যা ছিল একটি কৌশলগত বার্তা—ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে পাল্টা হামলার মাত্রা আরও জোরদার হবে।

সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ