ইরান ইসরাইলের যুদ্ধ

সাইরেন–বিস্ফোরণে কাঁপছে ইসরায়েল, সেন্সরশিপে বন্ধ সাংবাদিকতা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১৫:৪৭:০৫
সাইরেন–বিস্ফোরণে কাঁপছে ইসরায়েল, সেন্সরশিপে বন্ধ সাংবাদিকতা

ইসরায়েলের বিভিন্ন শহরে একের পর এক সাইরেন ও প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরান থেকে ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র মধ্য ও দক্ষিণ ইসরায়েলের নানা এলাকায় আঘাত হেনেছে।

সোমবার (২৩ জুন) ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, ইরান অন্তত ৪৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসবের মধ্যে কয়েকটি সরাসরি আঘাত হেনেছে আসদোদ, লাচিস এবং জেরুজালেমের উপকণ্ঠে। পরিস্থিতির ভয়াবহতায়, সংসদের সদস্যরা (নেসেট) জেরুজালেমে সাইরেন বাজতেই নিরাপদ আশ্রয়ে চলে যান।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিস্ফোরণের আতঙ্কে মানুষ ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ছুটছে। প্রায় ৩৫ মিনিট ধরে টানা সাইরেন ও বিস্ফোরণের শব্দে জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় জনজীবনে চরম অস্থিরতা নেমে এসেছে।

তবে সেনাবাহিনীর জারি করা কড়া সেন্সরশিপের কারণে অধিকৃত পশ্চিম তীরে ও ইসরায়েলের অভ্যন্তরে সাংবাদিকদের রিপোর্টিং নিষিদ্ধ করা হয়েছে। ফলে অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেশী দেশ জর্ডান থেকে তথ্য সংগ্রহ করতে বাধ্য হচ্ছে।

চলমান এই উত্তেজনার পেছনে রয়েছে ১৩ জুনের এক অভিযানে ইসরায়েল কর্তৃক ইরানের একটি গোপন পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা। এরই জবাবে ইরান চালু করে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’, যার আওতায় এখন পর্যন্ত ২১টি পাল্টা হামলা চালানো হয়েছে।

ইরানি সূত্রের বরাতে জানা গেছে, এই সংঘর্ষে ইতোমধ্যে ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন—যাদের মধ্যে রয়েছেন সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ বেসামরিক নাগরিক।

বিশ্লেষকরা বলছেন, এই ক্রমাগত পাল্টাপাল্টি হামলা গোটা মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধাবস্থার আশঙ্কা সৃষ্টি করছে। রাজনৈতিক ও কূটনৈতিকভাবে উত্তপ্ত এ পরিস্থিতির অবসানে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক পদক্ষেপ দৃশ্যমান নয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ