ইরান ইসরাইলের যুদ্ধ

ইরানে ছয় বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১২:৫২:০৪
ইরানে ছয় বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি বাহিনী ইরানের কেন্দ্রীয়, পূর্ব ও পশ্চিমাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে। সোমবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে, তাদের দূর থেকে পরিচালিত ড্রোন ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। বিবৃতিতে হামলাগুলোর লক্ষ্যে রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানি ভরার বিমান, এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ ধরণের বিমানকে ক্ষতিগ্রস্ত করার কথা বলা হয়েছে। হামলার সময় ইসরায়েল একটি ছবি ও লক্ষ্যবন্দরের তালিকাও প্রকাশ করেছে।

তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিবিসির লাইভ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১১ দিনের মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যা উত্তেজনাকে আরও জোরালো করেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ