ইরান ইসরাইলের যুদ্ধ

"ন্যায়ের পক্ষে আছি"—ইসরায়েল-ইরান সংকটে মালয়েশিয়ার কড়া বার্তা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১২:০৬:২৪
"ন্যায়ের পক্ষে আছি"—ইসরায়েল-ইরান সংকটে মালয়েশিয়ার কড়া বার্তা

ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে সরব হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়ের পাশাপাশি ইসরায়েল-ইরান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও ন্যায়সংগত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আলজাজিরা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে আনোয়ার বলেন, “ইসরায়েল যখন একের পর এক হামলা চালিয়ে নিরীহ নারী-শিশুদের হত্যা করে, তখন এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো একান্ত স্বাভাবিক। আমরা ন্যায়ের পক্ষে আছি—এই অবস্থান আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “গাজায় এখনো নারী ও শিশুরা নির্মমভাবে প্রাণ হারাচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল ইরানকে উসকানি দিয়ে হামলা চালাচ্ছে এবং ইরানও এর জবাব দিচ্ছে। কিন্তু এই সংকটকে আরও ঘনীভূত করছে যুক্তরাষ্ট্রসহ বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ।”

আনোয়ার ইসরায়েলের লাগাতার আগ্রাসনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “যদি ইরানকে আত্মরক্ষার অধিকার না দেওয়া হয়, তবে কেন ইসরায়েলকে বারবার এমন কাজ করতে দেওয়া হচ্ছে? আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই দ্বৈত নীতি পরিহার করে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা।”

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, “এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে সংঘাত এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”

এর আগে আঙ্কারায় ওআইসি (ইসলামি সহযোগিতা সংস্থা) সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাজি হাসান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে সব পক্ষকে কূটনৈতিক ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানায়।

—সত্য নিউজ/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ