ইরান- ইসরায়েল সংঘাত

ইরান হুঁশিয়ারি: জবাব আসবেই!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১০:২১:৩৪
ইরান হুঁশিয়ারি: জবাব আসবেই!

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো সাম্প্রতিক হামলার পর তেহরান আত্মরক্ষার অধিকার সম্পূর্ণভাবে সংরক্ষণ করে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই আগ্রাসনের পরিণতির দায়দায়িত্ব পুরোপুরি যুক্তরাষ্ট্রকে নিতে হবে।

রোববার (২২ জুন) তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত বৈঠকের সাইডলাইনে এক সাংবাদিক সম্মেলনে আরাগচি এসব কথা বলেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালিয়ে কেবল ইরানের সার্বভৌমত্বই লঙ্ঘন করেনি, বরং আন্তর্জাতিক আইন, বিধি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। এটি এক চরম আগ্রাসন।”

আরাগচি জোর দিয়ে বলেন, “জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার সব রাষ্ট্রের রয়েছে। সেই অনুযায়ী, ইরান তার নিরাপত্তা, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সব ধরনের প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। আমরা কখনোই নিজেদের সার্বভৌম অধিকারের সঙ্গে আপস করব না।”

তিনি আরও বলেন, “আমরা কূটনৈতিক সমাধানে আগ্রহী, কিন্তু তার আগে মার্কিন আগ্রাসন অবশ্যই বন্ধ হতে হবে। তেহরান পরিষ্কার বার্তা দিতে চায় যে, কেবল শান্তিপূর্ণ সমাধানের পথেই সংলাপ সম্ভব হুমকি ও আগ্রাসনের মধ্য দিয়ে নয়।”

তেহরানের দৃষ্টিতে, পারমাণবিক কর্মসূচি একান্তভাবে শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) কর্তৃক পরিদর্শিত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ইরান গোপনে সামরিক উদ্দেশ্যে পারমাণবিক সক্ষমতা অর্জন করছে যা নাকচ করে আসছে ইরান।

শনিবার (২১ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, তাঁর দেশের যুদ্ধবিমান সফলভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি এ হামলাকে ‘প্রত্যাশিত সাফল্য’ বলেও আখ্যা দেন।

এই হামলার পর আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি এখন এমন এক সীমায় উপনীত হয়েছে, যেখানে কূটনীতি আর সামরিক উত্তেজনার মাঝামাঝি এক সূক্ষ্ম ভারসাম্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।

ইরান স্পষ্ট করে দিয়েছে যদি আগ্রাসন বন্ধ না হয়, তবে তাদের প্রতিক্রিয়া হবে ‘দ্রুত, নির্ভুল এবং ব্যাপক’। একই সঙ্গে তারা আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে যেন, যুক্তরাষ্ট্রের একতরফা হামলার নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ এড়াতে সক্রিয় ভূমিকা পালন করা হয়।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ