সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট বুধবার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ০৮:৫৯:০৪
সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট বুধবার

সত্য নিউজ: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগামী বুধবার, ১৪ মে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট সরাসরি সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করবে। এই ফ্লাইটে ৪১৮ জন হজযাত্রী থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে। চলতি বছর সিলেট থেকে মোট পাঁচটি বিশেষ ফ্লাইটে আনুমানিক ২,৬৩৯ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।

বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক, জনাব মো. শাহনেওয়াজ মজুমদার, রোববার এই তথ্য নিশ্চিত করে জানান, "বুধবারের প্রথম ফ্লাইটের পর আরও চারটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে জেদ্দার উদ্দেশে পরিচালিত হবে। এই ফ্লাইটগুলো যথাক্রমে আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে যাত্রা করার কথা রয়েছে।"জানা গেছে, সিলেট থেকে সরাসরি ফ্লাইটে গমনকারী ২,০৯০ জন (হাবের তথ্যমতে) হজযাত্রী ব্যতীত এ অঞ্চলের বাকি হজযাত্রীরা ঢাকা হয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন। বুধবারের প্রথম ফ্লাইটটি সরাসরি মদিনায় অবতরণ করবে এবং এই ফ্লাইটের যাত্রীদের প্রাথমিক ইমিগ্রেশন প্রক্রিয়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন করা হবে। পরবর্তীতে মদিনায় পৌঁছানোর পর তাদের চূড়ান্ত ইমিগ্রেশন সম্পন্ন হবে। উল্লেখ্য, গত বছর ২২ মে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট যাত্রা করেছিল এবং সেবারও বাংলাদেশ বিমান পাঁচটি ফ্লাইট পরিচালনা করেছিল।

হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা যায়, 'রোড টু মক্কা' কর্মসূচির আওতায় ঢাকার হজযাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকাতেই সম্পন্ন হলেও, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সৌদি আরবে সম্পন্ন হবে (প্রাথমিক ধাপ সিলেটে)। সিলেট অঞ্চলের হজযাত্রীদের যাত্রা সুগম ও দুর্ভোগ লাঘবের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ও বিমান কর্তৃপক্ষ এবারও সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।হাব সিলেট জোনের সাধারণ সম্পাদক, জনাব আব্দুল কাদির, এ প্রসঙ্গে বলেন, "এ বছর সিলেট থেকে মোট ২,৬৩৯ জন যাত্রী হজে যাচ্ছেন। এর মধ্যে সরাসরি সিলেটের পাঁচটি ফ্লাইটে যাবেন ২,০৯০ জন এবং অবশিষ্ট ৫৪৯ জন ঢাকা হয়ে সৌদি আরব যাবেন। হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে আমরা সিলেট থেকে পাঁচটি ফ্লাইটের জন্য আবেদন করেছিলাম, এবং সরকার আমাদের সেই দাবি পূরণ করায় আমরা কৃতজ্ঞ।"

প্রথম ফ্লাইটের যাত্রীসংখ্যা প্রসঙ্গে জনাব শাহনেওয়াজ মজুমদার আরও যোগ করেন, "প্রথম ফ্লাইটে ৪১৮ জন যাত্রী যাওয়ার কথা রয়েছে। এই সংখ্যা অসুস্থতাজনিত কারণ ব্যতীত বাড়ার কোনো সুযোগ নেই, তবে কমতে পারে।"পবিত্র হজের উদ্দেশ্যে এই যাত্রা নির্বিঘ্ন ও সফল করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিমান সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ