‘বিয়ে’ হয়েছিল ক্যামেরার জন্য, বাস্তবে নয়: জন-জেনেলিয়ার দৃশ্য ঘিরে বিতর্ক

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৯ ২১:৩৬:২৪
‘বিয়ে’ হয়েছিল ক্যামেরার জন্য, বাস্তবে নয়: জন-জেনেলিয়ার দৃশ্য ঘিরে বিতর্ক

রীতেশ নয়, জন আব্রাহামের সঙ্গে জেনেলিয়ার বিয়ে? মুখ খুললেন অভিনেত্রী নিজেই

বলিউডে যদি ‘পাওয়ার কাপল’-এর কথা ওঠে, তাহলে রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার নাম প্রথম সারিতেই আসে। তাদের রসায়ন, আন্তরিকতা এবং দীর্ঘস্থায়ী বৈবাহিক সম্পর্ক বহু তারকার কাছে অনুকরণীয়। কিন্তু সম্প্রতি এক বিস্ফোরক গুজব ঘিরে বি-টাউনে উত্তাল হয়ে উঠেছে আলোচনা—জন আব্রাহামের সঙ্গে নাকি এক সময় ‘বিয়ে’ হয়েছিল জেনেলিয়ার!

গুজবের সূত্রপাত 'ফোর্স' সিনেমায়২০১১ সালে জন আব্রাহামের বিপরীতে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী সিনেমা ‘ফোর্স’-এ অভিনয় করেছিলেন জেনেলিয়া। সিনেমাটির একটি দৃশ্যে তাদের বিয়ের একটি পূর্ণাঙ্গ রীতি মেনে শুটিং করা হয়েছিল। সাতপাক, মালাবদল, মন্ত্রপাঠ—সবই ছিল অত্যন্ত বাস্তবধর্মী। এতে অংশ নিয়েছিলেন একজন প্রকৃত ব্রাহ্মণ পুরোহিতও। এখান থেকেই রটতে শুরু করে গুজব—এই ‘সিনেমার বিয়ে’ই নাকি বাস্তবের বিয়ে হয়ে গেছে!

মুখ খুললেন জেনেলিয়াসম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেনেলিয়া এই গুজবকে সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন,

“আমরা কোনো বিয়েই করিনি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। একটি সিনেমার দৃশ্যের বাস্তবতা এমন হতে পারে, যার ফলে ভুল ধারণা তৈরি হয়—এটিই হয়েছে আমাদের ক্ষেত্রে।”তিনি আরও যোগ করেন, “যদি এ নিয়ে কারও প্রশ্ন থাকে, তাহলে তাদের আমাদের পিআর টিমের সঙ্গেই কথা বলা উচিত।”

বলিউডের 'লাভ বার্ডস' এখন দুই সন্তানের অভিভাবক২০১২ সালে রীতেশ দেশমুখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনেলিয়া। এরপর এক দশকেরও বেশি সময় ধরে তারা বলিউডের অন্যতম স্থায়ী ও সুখী দম্পতি হিসেবে পরিচিতি লাভ করেছেন। সংসার ও পেশাজীবনের ভারসাম্য বজায় রেখে সফলভাবে এগিয়ে চলেছেন দু’জনেই। বর্তমানে এই দম্পতির দুটি সন্তান রয়েছে।

বলিউডে যেখানে সম্পর্কের ভাঙন নিত্যনৈমিত্তিক, সেখানে রীতেশ-জেনেলিয়ার ভালোবাসা যেন এক অনন্য ব্যতিক্রম। জল্পনার ঝড় উঠলেও তাদের সম্পর্ক আজও অটুট, নির্ভরযোগ্য এবং উদাহরণস্বরূপ।

—আশিক বিনোদন ডেস্ক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ