বান্দরবানে পাহাড়ি বিপদের শঙ্কা, বন্ধ দেবতাখুম পর্যটন

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ২৩:১৮:০১
বান্দরবানে পাহাড়ি বিপদের শঙ্কা, বন্ধ দেবতাখুম পর্যটন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুমে এক সপ্তাহের জন্য পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। টানা ভারী বর্ষণে পাহাড়ি ঝুঁকি এবং হঠাৎ সৃষ্ট ঢলের আশঙ্কা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ বুধবার (১৮ জুন) বিকেলে রোয়াংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল থেকে আগামী ২৫ জুন পর্যন্ত দেবতাখুম এলাকায় পর্যটকদের যাতায়াত ও অবস্থান নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্ষায় পার্বত্য অঞ্চলের নদী, ছড়া ও ঝিরিগুলোর পানিপ্রবাহ হঠাৎ বেড়ে যাওয়ার ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে কিছু কিছু এলাকায় পাহাড়ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এ অবস্থায় পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে সাময়িক নিষেধাজ্ঞা জরুরি হয়ে পড়েছে।

আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা প্রথম আলোকে বলেন, “বর্ষাকালে দেবতাখুম অংশটি প্রায়শই বিপজ্জনক হয়ে পড়ে। গত ১০ জুন হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলের মুখে পড়ে বিপাকে পড়েন কয়েকজন পর্যটক। ট্যুর গাইডদের সাহসী উদ্যোগে তারা প্রাণে রক্ষা পান। না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত।”

এ বিষয়ে ইউএনও সাইফুল ইসলামের জারি করা নির্দেশনায় স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রচার-প্রচারণা চালানো এবং নিরাপত্তা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেবতাখুমে দীর্ঘদিন ধরে ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। চলতি বছরের ৬ জুন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে প্রতিদিনই শতাধিক পর্যটকের আগমন শুরু হয়। তবে এখন নতুন করে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা হলো।

প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হলে এবং নিরাপদ পরিস্থিতি তৈরি হলে দেবতাখুম পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হবে।

—আশিক নিউজ ডেস্ক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ