শাহ আমানত বিমানবন্দরে ১১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ১৮:০৭:৩৩
শাহ আমানত বিমানবন্দরে ১১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে প্রায় ১১ লাখ টাকার বিদেশি সিগারেট, অত্যাধুনিক মোবাইল ফোন ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। এসব পণ্য দুজন যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়, যারা ব্যাগেজ সুবিধার অপব্যবহার করে চোরাচালানের চেষ্টা করছিলেন।

বুধবার (১৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং বিমানবাহিনীর টাস্কফোর্স একযোগে অভিযান চালায়। পৃথক দুটি ফ্লাইট—সালাম এয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আগত দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে:

১৬০ কার্টন বিদেশি সিগারেট, Pixel সিরিজের ১০টি স্মার্টফোন (Pixel 7 মডেলের ৮টি ও Pixel 6 মডেলের ২টি), ১৪০টি নিষিদ্ধ ঘোষিত বিউটি ক্রিম।

এই চোরাচালানে জড়িত যাত্রীদের একজন ফটিকছড়ির মোহাম্মদ আবু নাসের এবং অন্যজন চান্দগাঁওয়ের মিন্টু দেবনাথ। তারা আলাদাভাবে বিমানবন্দরে অবতরণ করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহজনক আচরণ করলে কাস্টমস কর্তৃপক্ষ তাদের চ্যালেঞ্জ করে।

অভিযানে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী এবং এনএসআইর সহকারী পরিচালক রেজাউল করিম।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান,

“উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা, মোবাইল ফোনগুলোর মূল্য প্রায় ৫ লাখ টাকা এবং নিষিদ্ধ বিউটি ক্রিমের বাজারমূল্য ৪২ হাজার টাকা। এসব পণ্য ব্যাগেজ নিয়ম লঙ্ঘন করায় ডিএম মূলে (ডিউটি মার্জিন) আটক করা হয়েছে।”

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের বিরুদ্ধে চোরাচালান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিমানবন্দর দিয়ে নানা চোরাচালান বৃদ্ধি পাওয়ায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

—আশিক নিউজ ডেস্ক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ