শাহ আমানত বিমানবন্দরে ১১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ১৮:০৭:৩৩
শাহ আমানত বিমানবন্দরে ১১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে প্রায় ১১ লাখ টাকার বিদেশি সিগারেট, অত্যাধুনিক মোবাইল ফোন ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। এসব পণ্য দুজন যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়, যারা ব্যাগেজ সুবিধার অপব্যবহার করে চোরাচালানের চেষ্টা করছিলেন।

বুধবার (১৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং বিমানবাহিনীর টাস্কফোর্স একযোগে অভিযান চালায়। পৃথক দুটি ফ্লাইট—সালাম এয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আগত দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে:

১৬০ কার্টন বিদেশি সিগারেট, Pixel সিরিজের ১০টি স্মার্টফোন (Pixel 7 মডেলের ৮টি ও Pixel 6 মডেলের ২টি), ১৪০টি নিষিদ্ধ ঘোষিত বিউটি ক্রিম।

এই চোরাচালানে জড়িত যাত্রীদের একজন ফটিকছড়ির মোহাম্মদ আবু নাসের এবং অন্যজন চান্দগাঁওয়ের মিন্টু দেবনাথ। তারা আলাদাভাবে বিমানবন্দরে অবতরণ করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহজনক আচরণ করলে কাস্টমস কর্তৃপক্ষ তাদের চ্যালেঞ্জ করে।

অভিযানে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী এবং এনএসআইর সহকারী পরিচালক রেজাউল করিম।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান,

“উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা, মোবাইল ফোনগুলোর মূল্য প্রায় ৫ লাখ টাকা এবং নিষিদ্ধ বিউটি ক্রিমের বাজারমূল্য ৪২ হাজার টাকা। এসব পণ্য ব্যাগেজ নিয়ম লঙ্ঘন করায় ডিএম মূলে (ডিউটি মার্জিন) আটক করা হয়েছে।”

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের বিরুদ্ধে চোরাচালান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিমানবন্দর দিয়ে নানা চোরাচালান বৃদ্ধি পাওয়ায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

—আশিক নিউজ ডেস্ক


মুরাদনগরের ট্রিপল মার্ডারে নতুন মোড়: কাঠগড়ায় আসিফ মাহমুদের বাবা

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ২১:৫২:৩০
মুরাদনগরের ট্রিপল মার্ডারে নতুন মোড়: কাঠগড়ায় আসিফ মাহমুদের বাবা
ছবি ভিডিও থেকে নেওয়া।

কুমিল্লার মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মো. বিল্লাল হোসেন মাস্টার জড়িত বলে অভিযোগ করেছেন ওই ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া রুমা আক্তার। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার একটি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রুমা আক্তার বলেন, ‘আমাদের পরিবারের ৩ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার মায়ের বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে আনা হচ্ছে।’ তিনি আরও বলেন, তার মা এর আগে ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন, কিন্তু শিমুল চেয়ারম্যানের জন্য নির্বাচিত হতে পারেননি। গ্রামের অসহায় মানুষদের সাহায্য করায় শিমুল চেয়ারম্যানের সঙ্গে তার মায়ের বিরোধ ছিল। রুমা অভিযোগ করেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারের নির্দেশে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।’

রুমা আক্তার জানান, ওই দিন সকাল ৬টায় ঘটনার শুরু হয়। তিনি ও তার ছোট বোন আড়াই ঘণ্টা ধরে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন এবং ৯৯৯-এ ফোন দিয়েছিলেন, কিন্তু কোনো সহযোগিতা পাননি। তার অভিযোগ, থানা থেকে তাদের বাড়িতে আসতে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সকাল ৯টার পর। তিনি থানার ওসির ওপর সন্তুষ্ট থাকলেও এসআই নাহিদের কালক্ষেপণের কারণে সহযোগিতা পেতে বিলম্ব হয় বলে দাবি করেন। তিনি বলেন, তার ও এসআই নাহিদের কললিস্ট চেক করলেই এর সত্যতা পাওয়া যাবে।

রুমা আরও বলেন, ওই হত্যাকাণ্ডের পর যারা মিডিয়ায় বক্তব্য দিয়েছেন, তারা ঘটনাস্থলে ছিলেন এবং হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তিনি শিমুল চেয়ারম্যান ও শরিফকে মূল আসামি হিসেবে উল্লেখ করে বলেন, পুলিশ চাইলে ঘটনার পরপরই তাদের গ্রেপ্তার করতে পারত।

শারীরিক ও মানসিক কষ্টের কথা জানিয়ে রুমা বলেন, ‘আমি না-ও বেঁচে থাকতে পারি। আমি এখনো অসুস্থ, শরীরে অসংখ্য সেলাই। আমাকে রাম দা দিয়ে কুপিয়েছে।’ তিনি বলেন, ঘটনার প্রায় দুই মাস হয়ে গেলেও র‍্যাব কয়েকজন আসামিকে গ্রেপ্তারের পর আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি মনে করেন, প্রশাসন চাইলেই ২৪ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করতে পারে।

তার মা বিএনপি করতেন বলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, এমনটাও উল্লেখ করেন রুমা। তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডে উপদেষ্টার বাবা জড়িত। সাংবাদিকরা সত্য উন্মোচন না করলে আমি বিচার পাব না।’ রুমা আক্তার নিজেকে অসহায় দাবি করে বলেন, এই ঘটনায় তিনি স্বজন হারিয়েছেন এবং সাতটি শিশু এতিম হয়েছে। তিনি বলেন, ‘আমার কোনো দল নেই। আমরা শুধু বিচার চাই।’

রুমা জানান, এর আগে সংবাদ সম্মেলন করার কারণে তার বাবাকে হেনস্তা করা হয়েছে এবং তাকেও তারা খুঁজছে। তিনি অভিযোগ করেন, প্রশাসন তাদের কোনো নিরাপত্তা দিচ্ছে না এবং কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ায়নি।

/আশিক


১১ বগি রেখেই আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করল মহানগর এক্সপ্রেস

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ২১:৩৭:২২
১১ বগি রেখেই আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করল মহানগর এক্সপ্রেস
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পেছনের ১১টি বগি ছাড়াই আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করেছে। আজ সোমবার আশুগঞ্জ স্টেশনের পূর্ব পাশে বৈকুণ্ঠপুর নামক এলাকায় ট্রেনটির বগিগুলো আলাদা হয়ে যায়। এরপর সামনের ৫টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে পৌঁছায় ট্রেনটি।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের দায়িত্বপ্রাপ্ত মাস্টার মো. শাকির জাহান, তালশহর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রাশেদ এবং ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে ও যাত্রীদের সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশন অতিক্রম করে। আশুগঞ্জ স্টেশনের পূর্ব পাশে বৈকুণ্ঠপুর এলাকা পার হওয়ার সময় ট্রেনটির ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বগিগুলো রেখে ট্রেনটি মাত্র ৫টি বগি নিয়ে আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে। এরপর ট্রেনটি দ্বিতীয় ভৈরব রেল সেতুতে ওঠার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথের আপলাইনে (ঢাকাগামী) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই কারণে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায়, মহানগর গোধূলি আখাউড়ায় এবং কর্ণফুলী এক্সপ্রেস তালশহর স্টেশনে আটকা পড়ে।

এদিকে, আখাউড়া থেকে ছেড়ে আসা কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন দিয়ে পড়ে থাকা ১১টি বগি আশুগঞ্জ স্টেশনে নিয়ে আসা হয়েছে।

/আশিক


‘ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা হবে না বাংলাদেশে’: রুমিন ফারহানার হুঁশিয়ারি

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ২০:০৭:৫৩
‘ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা হবে না বাংলাদেশে’: রুমিন ফারহানার হুঁশিয়ারি
চট্টগ্রামে মাতৃসম্মেলনে বক্তব্য দেন রুমিন ফারহানা। ছবি : কালবেলা

ধর্মকে ব্যবহার করে যারা মানুষকে বিভক্ত করতে চায়, তারা দেশের চিরায়ত সম্প্রীতির শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না।

রবিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মাতৃসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন।

তিনি বলেন, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম— সবাই মিলে গড়ে উঠেছে এবং এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাধারণ মানুষ ধর্ম নিয়ে বিভাজন চায় না, কিন্তু একটি মহল ক্ষমতা ধরে রাখতে ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়ে বিভাজন সৃষ্টি করতে চায়। দেশের মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে।

রুমিন ফারহানা বলেন, শ্রীকৃষ্ণ মানবপ্রেম, সত্য ও ন্যায়ের শিক্ষা দিয়েছেন। দ্রৌপদীর পাশে দাঁড়িয়ে নারীর মর্যাদা সমুন্নত করার তার শিক্ষা আজও প্রাসঙ্গিক। তাই নারীকে সম্মান জানানোই শ্রীকৃষ্ণের অন্যতম শিক্ষা।


নোয়াখালীতে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনে ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৬ ০৮:৫২:০১
নোয়াখালীতে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনে ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩
ছবি: সমকাল

নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করায় একজন যুবলীগ নেতা ও দুজন ইমান-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে একজন হলেন যুবলীগ নেতা এবং বাকি দুজন মসজিদটির ইমান ও মুয়াজ্জিন। এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে। এই কর্মসূচির আয়োজক ছিল একই ওয়ার্ডের সাতবাড়িয়া ছাত্রলীগ-যুবলীগ।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, তিনজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


চট্টগ্রামে দুস্থদের পাশে বিএনপি: তারেক রহমানের নির্দেশে মানবিক সহায়তা প্রদান

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৩ ২২:০৫:২৯
চট্টগ্রামে দুস্থদের পাশে বিএনপি: তারেক রহমানের নির্দেশে মানবিক সহায়তা প্রদান
ছবি : কালবেলা

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠন চট্টগ্রামের চন্দনাইশে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে। বুধবার (১৩ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে দুই শিশু সন্তানকে চিকিৎসা সহায়তা এবং একটি পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে চব্বিশের গণঅভ্যুত্থানে আহত এক ‘জুলাই যোদ্ধা’কেও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ার কালিয়াইশ গ্রামে আলহাজ জাফর আহমেদ চৌধুরী সড়ক এলাকায় এই মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনিসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

চন্দনাইশের হাশিমপুরের প্রয়াত যুবদল নেতা মোহাম্মদ ইউসুফের পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয়।

দুস্থ পরিবারের তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহানকে (হার্টে ছিদ্র) এবং এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত) চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধা’ আজিজ নূরকেও চিকিৎসা সহায়তা দেওয়া হয়।


মাত্র ৭ বছরে ৮৮ দিনে কোরআন হিফজ করলো নবীনগরের ফাহিম

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৮:১৯:১০
মাত্র ৭ বছরে ৮৮ দিনে কোরআন হিফজ করলো নবীনগরের ফাহিম
ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাত্র ৭ বছর বয়সেই ৮৮ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে বিরল সাফল্যের নতুন উদাহরণ তৈরি করেছে মোহাম্মদ ফাহিম মৃধা। নবীনগর পৌর এলাকার নারায়নপুরে অবস্থিত মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসায় গত বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

ফাহিমের বাবা ফারদুল হক মৃধা নারায়নপুর এলাকার একজন ক্রোকারিজ ব্যবসায়ী। সীমিত আয়ের পরিবারে জন্ম নেওয়া ফাহিম ধর্মীয় শিক্ষায় তার অদম্য মনোবল ও একাগ্রতায় সবাইকে অবাক করেছে। ফাহিম তার দুই ভাই-বোনদের মধ্যে সবার ছোট।

ফাহিম নিজেও বলেন, “সকলের দোয়া ও সহযোগিতায় আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করতে পেরেছি। আমার ইচ্ছে ভবিষ্যতে বিশ্বজয়ী হাফেজ ও একজন বড় আলেম হওয়া, ইনশাআল্লাহ।”

তার বাবা-মা বলেন, “৮৮ দিনে কোরআন হিফজের গৌরব অর্জন করায় আমরা গর্বিত। মাদ্রাসার শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করি, ফাহিম এই অর্জন ধরে রাখতে পারবে। সেজন্য সকলের দোয়া কামনা করছি।”

শিক্ষক হাফেজ মাওলানা ইয়াসিন বলেন, “ফাহিম অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলে। প্রতিদিন ভোরে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে। কম সময়ে কোরআনের মহাগ্রন্থ আয়ত্ত করার মধ্যে তার কঠোর পরিশ্রম ও মনোযোগ স্পষ্ট।”

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির যোগ করেন, “ফাহিম ধারাবাহিক কঠোর অধ্যবসায় ও মনোযোগ দিয়ে মাত্র ৮৮ দিনে কোরআন হিফজ সম্পন্ন করেছে। তার মধ্যে নিঃশব্দ সাধনার ছাপ স্পষ্ট। এটি শুধু তার নিজের শ্রম নয়, পরিবারের, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল। ফাহিম প্রতিদিন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াতের শুরু করে যা তার হৃদয়ে আলোর পথ সৃষ্টি করেছে।”

পরিবার ও শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন, ফাহিম কোরআনের আলো নিজের জীবনে ধারণ করে আগামী দিনে ইসলামী জ্ঞান ও নৈতিকতা নিয়ে সমাজের নেতৃত্ব দেবে এবং দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামি সেবায় অবদান রাখবে।

/আশিক


আন্দোলন থামাতে চাঁদা দাবি নিয়ে ভিডিও ভাইরাল, শোকজ এনসিপি নেতা

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৬:৪২:৪৩
আন্দোলন থামাতে চাঁদা দাবি নিয়ে ভিডিও ভাইরাল, শোকজ এনসিপি নেতা
এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়ক নিজাম উদ্দিন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়ক নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর জন্য শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আজ (সোমবার) দুপুরে এনসিপির পক্ষ থেকে তাকে এই নোটিশ প্রদান করা হয়। শোকজ নোটিশে নিজাম উদ্দিনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এই ব্যাখ্যা তিনি দলের চট্টগ্রাম মহানগরের প্রধান যুগ্ম সমন্বয়ক মীর আরশাদুল হকের কাছে দিতে পারবেন।

গত রোববার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে চট্টগ্রাম বন্দরে চলমান এক আন্দোলন থামানোর জন্য চাঁদা আদায়ের কথা বলা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, নিজাম উদ্দিন তার ঘনিষ্ঠ সহযোগী রিফাতের সঙ্গে আন্দোলন থামানোর উদ্দেশ্যে চাঁদার পরিমাণ নিয়ে আলোচনা করছেন। ভিডিওতে রিফাত জানান, সংশ্লিষ্টরা ‘পাঁচ টাকা’ অর্থাৎ পাঁচ লাখ টাকা দিতে চায়, যার উত্তরে নিজাম বলেন, ‘দেখো ১০ টাকা নিতে পারো কিনা’, যা অর্থাৎ দশ লাখ টাকা বোঝানো হয়েছে।

একজন এনসিপির নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভিডিওতে ব্যবহৃত ‘পাঁচ টাকা’ ও ‘১০ টাকা’ শব্দ দুটি পাঁচ লাখ ও দশ লাখ টাকার প্রতীক। কথোপকথনের এক পর্যায়ে রিফাত জানান, এত টাকা পাওয়া সম্ভব নয়। তবে নিজাম তাকে আশ্বস্ত করেন যে, আন্দোলন বন্ধ হয়ে যাবে এবং তিনি টাকার ব্যবস্থা করার নির্দেশ দেন।

নিজাম উদ্দিন রোববার রাতে এই অভিযোগগুলো অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে পরিকল্পিত একটি ষড়যন্ত্র। তিনি দাবি করেন, ভিডিওটি সুপার এডিটেড এবং একটি পক্ষ তার বিরুদ্ধে বিরাজমান ষড়যন্ত্রের অংশ মাত্র।

/আশিক


চট্টগ্রামে বায়েজিদ সড়কের সেতু ধসে যান চলাচল বন্ধ

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৭ ১২:০৮:০৩
চট্টগ্রামে বায়েজিদ সড়কের সেতু ধসে যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বায়েজিদ বোস্তামী সড়কে শীতল ঝর্ণা খালের ওপর নির্মিত একটি সেতুর একাংশ ধসে পড়েছে। এতে ২ নম্বর গেট থেকে অক্সিজেনমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র বিপরীত পাশ দিয়ে গাড়ি চলাচল করায় সড়কটিতে ব্যাপক যানজট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে সেতুটি ধসে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। ধসের ফলে সেতুটি দুইভাগে ভাগ হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী জানান, সেতুটি ইটের তৈরি এবং প্রায় ৪০ বছর আগে, অর্থাৎ ১৯৮০ সালের দিকে নির্মাণ করা হয়েছিল। তিনি বলেন, “সম্প্রতি জলাবদ্ধতা নিরসনে শীতল ঝর্ণা খাল সম্প্রসারণ করা হয়। ফলে খালের প্রস্থ বাড়লেও সেতুটি পূর্বের মাপে থেকেই যায়। অতিরিক্ত পানির স্রোতে সেতুর একাংশ ধসে পড়ে। এটি মেরামতের উপযোগী নয়, এখন পুনর্নির্মাণ করতেই হবে।”

সেতুটি ভেঙে যাওয়ার কারণে বায়েজিদ সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে নাসিরাবাদ ও ষোলশহর শিল্পাঞ্চলের হাজারো শ্রমিক প্রতিদিন এই পথ ব্যবহার করেন। এছাড়া হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের যোগাযোগ এই সড়কের উপর নির্ভরশীল।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক মনসুর নবী জানান, সকালে কলেজে যাওয়ার সময় তিনি ধসে পড়া সেতুটি দেখতে পান। তিনি বলেন, “এরইমধ্যে জানানো হয়—অতি বৃষ্টির কারণে কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। পরে বাসায় ফিরে আসি। এখন গাড়ি একপাশ দিয়ে চলায় পুরো সড়ক জুড়ে যানজট দেখা দিয়েছে। সেতুর অপর পাশটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।”

এখনই দ্রুত সেতুটি পুনর্নির্মাণ না করা হলে, নাগরিক দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

/আশিক


‘নারীদের ধ্বংসের চেষ্টা চলছে’—বলে রাজনীতি ছাড়লেন বৈষম্যবিরোধী নেত্রী লিজা 

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০২ ২১:৪৫:০২
‘নারীদের ধ্বংসের চেষ্টা চলছে’—বলে রাজনীতি ছাড়লেন বৈষম্যবিরোধী নেত্রী লিজা 
ফাতেমা খানম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজনীতির সঙ্গে আর যুক্ত না থাকার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা। শুক্রবার রাতে এক ফেসবুক লাইভে এসে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান।

লাইভে লিজা বলেন, “চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছি, আজ তারাই নারীদের নিয়ে নানা রকম বয়ান তৈরি করছে। নারীদের সম্মানহানি ও ধ্বংস করার চেষ্টা করছে। এটা একেবারেই মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “আমাদের সংগ্রাম ছিল ছাত্রলীগ, ফ্যাসিজম ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে। কিন্তু এখন লড়াই করতে হচ্ছে নিজেদের মানুষের সঙ্গে। এটা কখনোই কাম্য নয়। নিজের মানুষের সঙ্গে লড়াই অসম্ভব।”

জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা সামাজিক মাধ্যমে হয়রানির শিকার হলেও, চট্টগ্রামের নেতৃত্ব তাদের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করেন তিনি।

পরদিন শনিবার, এক ফেসবুক পোস্টে লিজা লেখেন, “এই শহরে যদি কোনো নারী রাজনীতিতে আসতে চায়, আমি জানি না তার জন্য কী অপেক্ষা করছে। আমি ভয়ে থাকি এই ভেবে যে, তাকে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং নিজের দলের লোকজনের কাছ থেকেও হেয়, অপমান এবং ষড়যন্ত্রের শিকার হতে হবে। এটা আমি বহুবার অনুভব করেছি।”

তিনি লেখেন, “নারী যখন সব প্রতিবন্ধকতা, সামাজিক চাপ, নিরাপত্তাহীনতা ও অপমান সয়ে রাজনীতির মাঠে নামে, তখন তার নিজের দলের ভাইয়েরা তাকে হেয় করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে। তখন আর সেখানে রাজনীতি করার পরিবেশ থাকে না। এটিই সবচেয়ে কষ্টের।”

উল্লেখ্য, গত ১৬ মে মাদকসেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে লিজাকে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদিও তিনি এসব অভিযোগ চ্যালেঞ্জ করেন। পরে ২৫ মে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

/আশিক

পাঠকের মতামত: