জুলাই যোদ্ধা ও শহিদ পরিবার পাচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ১০:৩২:৫৯
জুলাই যোদ্ধা ও শহিদ পরিবার পাচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি

‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। সোমবার (গতকাল) রাতে এ গেজেট প্রকাশ করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাদেশ অনুযায়ী, ১৯৭৫ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহিদদের পরিবার এবং বেঁচে থাকা যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের উদ্দেশ্যে প্রণীত এই আইনটিকে একটি যুগান্তকারী রাষ্ট্রীয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। একইসঙ্গে গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আদর্শকে জাতীয় জীবনে সুসংহত ও প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণের লক্ষ্য এতে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।

অধ্যাদেশে কেবল অর্থনৈতিক পুনর্বাসন নয়, বরং ইতিহাসচর্চা, নৈতিক স্বীকৃতি, এবং জাতির স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ধরে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এর ফলে, শুধু শহিদ পরিবার নয়, বরং সমগ্র জাতি এই ইতিহাসের সঙ্গে সংযুক্ত থাকবে এক সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন অবহেলিত থাকা জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ রাষ্ট্রের মানবিক ও নৈতিক দায় পালনের একটি বড় পদক্ষেপ। তাদের পুনর্বাসনের পাশাপাশি এই অধ্যাদেশ একটি জাতীয় আত্মচেতনার অংশ হয়ে উঠবে বলেও আশা করা হচ্ছে।

গেজেটে এ অধ্যাদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা থাকায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহকে দ্রুত নীতিমালা, বাজেট বরাদ্দ এবং বাস্তবায়ন কাঠামো নির্ধারণ করতে হবে। জাতীয় পর্যায়ে এ নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি উঠছে ইতোমধ্যে।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ