২৪ ঘণ্টায় ফের করোনায় আক্রান্ত যত জন!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৪ ১৮:৫২:৩৭
২৪ ঘণ্টায় ফের করোনায় আক্রান্ত যত জন!

দেশে করোনাভাইরাস সংক্রমণের হার সাম্প্রতিক সময়ে তুলনামূলকভাবে নিম্নমুখী থাকলেও মাঝে মাঝে শনাক্তের সংখ্যা উদ্বেগের কারণ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা, এ সময়ের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সর্বশেষ ১৩৯টি নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জনে।

গতকাল (১৩ জুন) ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায় এবং সেদিন মৃত্যু হয়েছিল ২ জনের। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০২ জনে।

সুস্থতার হারে কিছুটা অগ্রগতি দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ জন, ফলে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০১ জনে।

উল্লেখ্য, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড গড়ে ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট—এই দুইদিনে সমানভাবে ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনও সংক্রমণ প্রতিরোধে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আসছেন। বিশেষ করে ঠান্ডা-কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো এবং জনসমাগমে মাস্ক পরিধান বজায় রাখার পরামর্শ দিয়েছেন তারা।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ