তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১২ ১২:৫৭:০৮
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ (১২ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারেক রহমান বাংলাদেশের নাগরিক, তাঁর দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই। চাইলে তিনি যেকোনো সময় দেশে আসতে পারেন।”

স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ দীর্ঘদিন ধরে তারেক রহমান বিদেশে অবস্থান করছেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে। এমন প্রেক্ষাপটে সরকারের উচ্চপর্যায়ের একজন উপদেষ্টার পক্ষ থেকে তাঁর দেশে ফেরার সুযোগ প্রসঙ্গে এভাবে সরাসরি বক্তব্যকে অনেকে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন।

এ সময় উপদেষ্টা দেশে করোনা সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, “করোনার প্রকোপ বাড়ছে। তাই জনগণকে আবারও মাস্ক ব্যবহারে অভ্যস্ত হতে হবে।”

তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, সরকার শুধু রাজনৈতিক পরিবেশ নয়, একই সঙ্গে জনস্বাস্থ্যের দিক থেকেও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ