এটা শেষ নয়, শুরু মাত্র। সামনে ভালো দিন আসবে বিশ্বাস রাখুন: শাকিব খান 

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১১ ১৩:১২:৫৫
এটা শেষ নয়, শুরু মাত্র। সামনে ভালো দিন আসবে বিশ্বাস রাখুন: শাকিব খান 

সিনেমার সাফল্যের মাঝে জাতীয় ফুটবল দলের সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে হারে শোকাহত ভক্তদের ভোলাতে মাঠে নেমেছেন ভিন্নভাবে শাকিব খান। ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ম্যাচের একটি গ্রাফিক পোস্ট করে তিনি লেখেন, “শুধু এক গোলে হেরেছি, কিন্তু খেলেছি হৃদয় দিয়ে। প্রতিটি ম্যাচই শিক্ষা। প্রতিটি ব্যর্থতাই সামনে এগিয়ে যাওয়ার ধাপ।”

তিনি আরও যোগ করেন, “এটা শেষ নয়, শুরু মাত্র। সামনে ভালো দিন আসবে বিশ্বাস রাখুন।”

শাকিবের এ পোস্টে হাজারো ভক্তরা প্রশংসা জানিয়ে প্রতিক্রিয়া জানান। কেউ কেউ বলেন, ‘‘শাকিব শুধু নায়ক নন, তিনিই অনুপ্রেরণা।’’

একদিকে পর্দার তাণ্ডব, অন্যদিকে মাঠের লড়াই শাকিব খান দুদিকেই জয়ী! শাকিব খান যেন এখন শুধু সিনেমার সুপারস্টার নন, একজন ‘মরাল লিডার’ হিসেবেও আবির্ভূত হচ্ছেন। তরুণ প্রজন্মের কাছে তিনি যেমন বিনোদনের প্রতীক, তেমনি কঠিন সময়ে সাহস ও ভরসার কণ্ঠস্বর। মাঠের হার কিংবা প্রেক্ষাগৃহের জয় শাকিব জানেন, কিভাবে দুটোই জয় করতে হয়।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ