বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: সময়, জায়গা ও দেখার সব ব্যবস্থা জানুন

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১০ ১৩:২১:১১
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: সময়, জায়গা ও দেখার সব ব্যবস্থা জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ১০ জুন সন্ধ্যায় আবারও ফুটবলের উন্মাদনায় মাতবে বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর।

‘গ্রুপ ডি’-তে থাকা বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং প্রত্যেকেই এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে এবং প্রত্যেকের ঝুলিতে রয়েছে একটি করে পয়েন্ট গোলশূন্য অবস্থায়। ফলে আজকের ম্যাচটি উভয় দলের জন্যই এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ।

গত ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ চার বছর পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ফিরেছে। সে ম্যাচের মতো আজকের প্রতিযোগিতামূলক ম্যাচেও দর্শকদের আগ্রহ তুঙ্গে। অনলাইনে টিকিট ছাড়ার পর মুহূর্তেই তা বিক্রি শেষ হয়ে যায়। সাইবার জটিলতায় অনেকেই টিকিট সংগ্রহ করতে না পারলেও, তাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

দেশের আটটি বিভাগীয় শহরে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন, যাতে স্টেডিয়ামের আবহ মাঠের বাইরে থেকেও উপভোগ করা যায়। ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের জেলা স্টেডিয়াম, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড়, রাজশাহীর নানকিং বাজার, বরিশালের বেলস পার্ক, ময়মনসিংহ ও রংপুর জেলা পরিষদ প্রাঙ্গণে সরাসরি ম্যাচ সম্প্রচারের এই আয়োজন করা হয়েছে।

স্টেডিয়ামে ২৩ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকার কথা থাকলেও, আরও লাখো ফুটবলপ্রেমী থাকবেন টেলিভিশন কিংবা অনলাইনের পর্দায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, যেখানে ম্যাচ শুরুর এক ঘণ্টা আগেই বিশ্লেষণ, একাদশ এবং দলগত প্রস্তুতির তথ্য দেওয়া হবে।

যারা টিভির সামনে থাকতে পারবেন না, তাদের জন্য রয়েছে টি-স্পোর্টসের অ্যাপে সাবস্ক্রিপশন ভিত্তিক লাইভ স্ট্রিমিং এবং স্কোর আপডেটের জন্য ফটমব ও সোফাস্কোরের মতো অ্যাপের সুবিধা।

বাংলাদেশের ফুটবলের জন্য এটি শুধু একটি ম্যাচ নয় এটি হাজারো আশার আলো, বহু বছরের অপেক্ষার প্রতিফলন। আজ সন্ধ্যায় জাতীয় স্টেডিয়াম হয়ে উঠবে সেই রোমাঞ্চের কেন্দ্রবিন্দু, যেখানে লাখো হৃদয় একসঙ্গে ধ্বনিত হবে একটি নামেই বাংলাদেশ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ