ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’: তিন দিনে আয় যত কোটি টাকা!

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১০ ১২:১৬:০৮
ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’: তিন দিনে আয় যত কোটি টাকা!

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহগুলোতে অভাবনীয় সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দিন থেকেই দেশের ১৩৩টি সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে ছবির টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরতে দেখা গেছে অনেক দর্শককে।

বাংলাদেশে এখনো কোনো নির্ভরযোগ্য বক্স অফিস রিপোর্টিং ব্যবস্থা না থাকায় ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর প্রকৃত আয় নির্ধারণ করা বেশ কঠিন। তবে মাল্টিপ্লেক্স সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রায়হান রাফী পরিচালিত এবং শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি ঈদের প্রথম তিন দিনেই শুধু মাল্টিপ্লেক্স থেকেই প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছে।

প্রথম দিনে সিনেমাটির ২৮টি শো থেকে আয় হয় ৩৬ লাখ ৭৪ হাজার টাকা। দ্বিতীয় দিনে শোর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮১টিতে এবং আয় প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৭৪ লাখ টাকা। তৃতীয় দিনেও দর্শকদের আগ্রহে টিকিট বিক্রি হয়েছে প্রায় ৭৫ লাখ টাকার। সব মিলিয়ে ঈদের তিন দিন শেষে ‘তাণ্ডব’-এর মোট মাল্টিপ্লেক্স আয় দাঁড়ায় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, চতুর্থ দিন শেষে এ আয় ২ কোটি টাকা অতিক্রম করেছে।

স্টার সিনেপ্লেক্স একা তিন দিনে ‘তাণ্ডব’-এর ১০৬টি শো হাউজফুল হওয়ার তথ্য দিয়েছে, যা বাংলাদেশের সিনেমার ইতিহাসে বিরল। দর্শকদের টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনাও কম নয়।

এ ছাড়া দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে ‘তাণ্ডব’ সর্বোচ্চ রেন্টাল রেটে মুক্তি পেয়েছে। নির্মাতা রায়হান রাফী বলেন, ‘‘এত উচ্চ রেন্টাল রেটে এর আগে বাংলাদেশে কোনো সিনেমা মুক্তি পায়নি। আমি বিশ্বাস করি, এটি দেশের সর্বোচ্চ আয়ের সিনেমায় পরিণত হবে।’’

প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ‘‘সিনেপ্লেক্সে এতো শো আগে কোনো সিনেমা পায়নি। ‘তাণ্ডব’ দেশের ইতিহাসের অন্যতম সর্বোচ্চ শো পাওয়া সিনেমায় পরিণত হচ্ছে।’’

‘তাণ্ডব’-এ শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, সাবিলা নূর, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে। এটি পরিচালক রায়হান রাফীর সপ্তম চলচ্চিত্র এবং শাকিব খানের সঙ্গে দ্বিতীয় কাজ।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ