জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পিপা স্কট আর নেই

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১০ ১১:২০:১২
জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পিপা স্কট আর নেই

গত ২২ মে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দুই সপ্তাহ আগে মৃত্যুর ঘটনা ঘটলেও এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে ৮ জুন, রবিবার।

অভিনেত্রীর মেয়ে মিরান্ডা টোলম্যান ‘দ্য হলিউড রিপোর্টার’-কে জানিয়েছেন, পিপা স্কট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন কি না বা মৃত্যুর আগে কোনো চিকিৎসা নিচ্ছিলেন কি না—এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

পিপা স্কট ১৯৩৪ সালের ১০ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। তাঁর মা লরা স্ট্রাব ছিলেন একজন মঞ্চাভিনেত্রী এবং বাবা অ্যালান স্কট ছিলেন একজন চিত্রনাট্যকার, যিনি ১৯৪৩ সালে ‘So Proudly We Hail!’ সিনেমার জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন। পিপা র‍্যাডক্লিফ ও ইউসিএলএ-তে পড়ালেখা শেষ করে যুক্তরাজ্যের বিখ্যাত Royal Academy of Dramatic Art (RADA) থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন।

পিপার অভিনয় ক্যারিয়ারের সূচনা হয় ১৯৫৬ সালে, জেড হ্যারিসের মঞ্চনাটক ‘Child of Fortune’-এর মাধ্যমে। একই বছর জন ফোর্ড পরিচালিত ক্লাসিক ওয়েস্টার্ন চলচ্চিত্র ‘The Searchers’-এর মাধ্যমে তিনি রূপালি পর্দায় যাত্রা শুরু করেন। এরপর একে একে ‘As Young As We Are’ (১৯৫৮), ‘My Six Loves’ (১৯৬৩), ‘Petulia’ (১৯৬৮), ‘Cold Turkey’ (১৯৭১), এবং ‘The Sound of Murder’ (১৯৮০)-এর মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন।

টেলিভিশন জগতেও পিপা স্কট ছিলেন সুপরিচিত মুখ। তিনি ‘The Twilight Zone’, ‘Outlaws’, ‘Dr. Kildare’, ‘The Dick Van Dyke Show’, ‘Perry Mason’, ‘The Mary Tyler Moore Show’, ‘Gunsmoke’, ‘Mission: Impossible’, ‘The Waltons’, ‘Columbo’, ‘The Streets of San Francisco’ এবং ‘Jake’s Journey’–সহ অসংখ্য জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন।

পিপা স্কট শুধু একজন সফল অভিনেত্রীই ছিলেন না, বরং তিনি ছিলেন এক প্রজন্মের নারীদের জন্য এক অনুপ্রেরণা। তিনি তাঁর অভিনয় দক্ষতা, সংবেদনশীলতা ও বহুমাত্রিক চরিত্রচিত্রণের মাধ্যমে নিজেকে টেলিভিশন ও চলচ্চিত্রে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর মৃত্যুতে মার্কিন বিনোদনজগতে এক শূন্যতা তৈরি হলো, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ