স্বরাষ্ট্র উপদেষ্টার কোরবানির গরুর দাম কত?

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৬ ১৮:২৫:০১
স্বরাষ্ট্র উপদেষ্টার কোরবানির গরুর দাম কত?

পবিত্র ঈদুল আজহায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানালেন, তিনি নিজেও কোরবানি দিচ্ছেন, আর তার কোরবানির গরুর তিনি নিজেই জানিয়েছেন।

শুক্রবার (৬ জুন) সকালে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।

এক সাংবাদিক জানতে চান, তার কোরবানির পশুর দাম কত? উত্তরে তিনি হেসে বলেন, “৯৭ হাজার টাকা মাত্র!” এরপর আরও যোগ করেন, “তা-ও আবার পুরোটা আমার নিজের না, ভাগ আছে।” কথাটি বলেই আবার হাসিতে ভেঙে পড়েন উপদেষ্টা।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “দু-একটি লঞ্চের কারণে যাতে ঈদযাত্রা দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে কঠোর নজর রাখা হচ্ছে। সময়মতো লঞ্চ ছেড়ে না গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, গত ৫ দিনে ৮২৪টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়েছে এবং এতে দক্ষিণাঞ্চলের প্রায় ৮ লাখ যাত্রী তাদের গন্তব্যে পৌঁছেছেন। অধিকাংশ লঞ্চ নির্ধারিত সময়েই ছেড়েছে এবং টিকিটও নির্ধারিত দামেই বিক্রি হয়েছে বলে দাবি করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, “জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সবধরনের প্রস্তুতি নিয়েছে। কোথাও অনিয়ম দেখা গেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ