ঈদে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা, কী বলছে আবহাওয়া অফিস

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে মানুষের মধ্যে কোরবানির প্রস্তুতি ও ভ্রমণের ব্যস্ততা বেড়েছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের ঝড় বা অতি ভারী বৃষ্টির আশঙ্কা নেই।
আবহাওয়াবিদ ওমর ফারুক বিবিসি বাংলাকে জানান, আগামী তিনদিন দেশের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বর্ষাকালের স্বাভাবিক প্রভাবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ঈদের দিন (রবিবার) চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহেও বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে কোরবানির কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে বৃহস্পতিবার পর্যন্ত কিছু এলাকায় বৃষ্টি হলেও শুক্রবার থেকে সেখানে বৃষ্টির প্রবণতা কমে আসবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলেও ঈদের দিন আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক থাকতে পারে।
বৃষ্টির কারণে একদিকে যেমন পশু কোরবানির সময় মাঠভর্তি কাদা-পানির দুর্ভোগ দেখা দিতে পারে, অন্যদিকে তীব্র গরমের তাপপ্রবাহ থেকে খানিকটা স্বস্তিও এনে দিতে পারে। পাশাপাশি, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় স্বল্পমাত্রার বৃষ্টিপাত সহায়ক হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, ঈদের সময়কার আবহাওয়া বড় ধরনের ঝুঁকি তৈরি করবে না। তবে যেহেতু বর্ষাকাল চলছে, তাই দেশের কিছু জায়গায় স্বাভাবিক নিয়মে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “এই মুহূর্তে ভারী বৃষ্টির কারণ হিসেবে যেসব আবহাওয়াগত অবস্থা দরকার যেমন লঘুচাপ বা ডিপ্রেশন—তা দেশে বিদ্যমান নেই। ফলে ঈদের দিনেও ভারী বৃষ্টির শঙ্কা নেই।”
দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের সম্ভাবনা
দেশের ছয়টি অঞ্চলে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া, ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এতে দিনের গরম কিছুটা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ দেশের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
/আশিক
শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’ আসছে, ৯০ শতাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা
দেশের ওপর দিয়ে আসছে চলতি বছরের অন্যতম শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘ঈশান’। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এটি দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কম-বেশি বৃষ্টি আনতে পারে। শনিবার (২ আগস্ট) বিডব্লিউওটি তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।
সংস্থাটি জানিয়েছে, ‘ঈশান’ নামের এ বৃষ্টিবলয়টি মূলত দেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করবে এবং সর্বাধিক সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে থাকবে বেশ সক্রিয়তা এবং বরিশাল ও খুলনা বিভাগে থাকবে মাঝারি সক্রিয়তা।
এটি চলতি বছরের ১০ম বৃষ্টিবলয় এবং ৬ষ্ঠ মৌসুমী বৃষ্টিবলয়। এটি রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের ওপর দিয়ে প্রবেশ করে ৯ আগস্টের মধ্যে রংপুর অঞ্চল দিয়ে দেশ ত্যাগ করতে পারে।
বিডব্লিউওটি জানিয়েছে, ৪ থেকে ৮ আগস্ট পর্যন্ত বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় ৪০ থেকে ৬০ শতাংশ জায়গায় ভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
উজান থেকে আসা পানির সঙ্গে অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু ও বন্যাপ্রবণ এলাকাগুলো প্লাবিত হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও বেশি থাকবে।
তবে এই বৃষ্টিবলয়ে বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। যদিও দমকা হাওয়া বইতে পারে বৃষ্টিবাহী অঞ্চলে। সমুদ্র সাধারণত নিরাপদ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসনকে সর্তক থাকতে বলা হয়েছে।
‘ঈশান’ চলাকালে দেশের আকাশ অধিকাংশ সময়েই আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি চলাকালে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকলেও বৃষ্টির বিরতিতে বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সক্রিয় এলাকাগুলোতে সূর্যের দেখা পাওয়া যাবে না বললেই চলে।
/আশিক
ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি
ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সকালে (৭টা) আবহাওয়া অধিদপ্তর ছয় ঘণ্টার জন্য ঢাকাসহ আশপাশের এলাকার পূর্বাভাসে জানিয়েছে, দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। এর আগের দিন, বুধবার (৩০ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
/আশিক
খুলনাসহ উপকূলীয় এলাকায় ঝড়ের পূর্বাভাস আজ রাতে
আজ রাতের মধ্যে দেশের সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসটি স্বাক্ষর করেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে উল্লিখিত অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
/আশিক
দেশের তিন বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের তিন বিভাগ—খুলনা, বরিশাল ও চট্টগ্রামে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানায়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার বিকাল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উল্লেখিত তিন বিভাগে অনেক জায়গায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পরিমাণ ভারি বর্ষণ হতে পারে। কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে, যার পরিমাণ ১৮৮ মিলিমিটার পর্যন্ত হতে পারে।
বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে এই অতিভারি বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
সরকারি ও স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে, যাতে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায়। একইসঙ্গে সাধারণ জনগণকেও পাহাড়ি এলাকা ও ঝুঁকিপূর্ণ জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
/আশিক
উপকূলজুড়ে নিম্নচাপের তাণ্ডব, প্লাবিত ১৬ জেলা
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়ে গতকাল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের অন্তত ১৬টি জেলার নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের অঞ্চলে অবস্থান করছে।
গতকাল রাতভর প্রচণ্ড জোয়ার ও ঝোড়ো হাওয়ার কারণে বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, কক্সবাজারসহ উপকূলীয় জেলাগুলোর চরাঞ্চল ও নিচু জনপদে পানি উঠে পড়ে। ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বসতঘর, ফসলি জমি, মাছের ঘের ও পুকুর ডুবে গেছে। এসব এলাকায় নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে ভাঙনের খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা দিয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই পরিস্থিতি কয়েক দিন স্থায়ী হতে পারে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শুক্রবার সকালে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি ঢুকে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
জাপানের উপগ্রহচিত্র বিশ্লেষণ করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, দেশের ওপর বৃষ্টির প্রভাব সোমবার পর্যন্ত থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ফলে নদ-নদীর মোহনায় উত্তাল অবস্থা বিরাজ করছে। মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
অন্যদিকে, ভারতের দক্ষিণবঙ্গেও ভারী বর্ষণের খবর দিয়েছে কলকাতা আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, নিম্নচাপটি ধীরে ধীরে ওড়িশা হয়ে ঝাড়খন্ড ও ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের নদীগুলোর পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ৩ ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টি হয়েছে, তবে উজানে তেমন বৃষ্টিপাত হয়নি। নদ-নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও কয়েকটি নদীর পানি বাড়ার পূর্বাভাস রয়েছে।
ফেনীর মুহুরী ও সেলোনিয়া নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর ও বান্দরবানের নদীগুলোতে পানির উচ্চতা বাড়ছে। সিলেটের মনু, ধলাই ও খোয়াই নদীতেও পানি বৃদ্ধি পাচ্ছে, যা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
বরিশালে কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নগরীর সদর রোডসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়েছে। বিকেল ৩টার আগের ২৪ ঘণ্টায় বরিশালে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরসমূহ—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
/আশিক
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কিছু এলাকায় ভারি বর্ষণও হতে পারে
দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম রাজস্থান ও তার আশপাশে অবস্থানরত একটি নিম্নচাপ দুর্বল হয়ে এখন মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এটি মাঝারি অবস্থায় আছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ তৈরি হতে পারে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বাড়তি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।
এই আবহাওয়া পরিস্থিতির কারণে সোমবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের এই ধারা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ফলে জনসাধারণকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
/আশিক
আজকের তাপমাত্রা ও বৃষ্টির বিষয়ে সর্বশেষ তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর
আজ শনিবার রাজধানী ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে।
আজ সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি বা ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
৬ বিভাগে বজ্রপাত-বৃষ্টির আশঙ্কা, ঘরে থাকার পরামর্শ
ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে আজ রোববার (১৩ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া বিশ্লেষক মোস্তফা কামাল পলাশ। তিনি বর্তমানে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এ সতর্কবার্তা দিয়েছেন, যা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
মোস্তফা কামাল পলাশ তার পূর্বাভাসে উল্লেখ করেছেন, দুপুর আড়াইটার পর থেকেই রাজধানীসহ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হতে পারে। এই বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত চলতে পারে এবং অনেক এলাকায় রাত ১০টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তার মতে, এই সময়টিতে লোকজনকে সতর্ক থাকা ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা শহরের জন্য পূর্বাভাস অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার পর থেকে রাত ৮টার মধ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে, যার সঙ্গে তীব্র বজ্রপাতও থাকতে পারে। রাজধানীর পাশাপাশি আশপাশের জেলা যেমন নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল এবং মাদারীপুরেও একই ধরনের আবহাওয়ার শঙ্কা রয়েছে।
খুলনা বিভাগেও একই রকম পূর্বাভাস রয়েছে, যেখানে বিকেলের পর থেকে রাত পর্যন্ত ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম শহরেও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক জেলায় এই সময়ে তীব্র বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীতে রাত ১০টা পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে।
এদিকে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জন্য পূর্বাভাস অপেক্ষাকৃত কম। ময়মনসিংহে কিছু এলাকায় বিকেলে সামান্য বৃষ্টি হতে পারে, তবে সিলেটে সন্ধ্যার আগে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।
এমন সময়ে এই সতর্কবার্তা এলো, যখন দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ও জলাবদ্ধতার সমস্যা বাড়ছে। মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস স্থানীয় প্রশাসন ও নাগরিকদের প্রস্তুত থাকতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
সাধারণ জনগণের জন্য এখন সবচেয়ে জরুরি হচ্ছে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, উচ্চতা সম্পন্ন গাছ বা বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাছাকাছি অবস্থান না করা এবং বাড়িতে নিরাপদে অবস্থান করা। যেহেতু বজ্রপাত প্রাণঘাতী হতে পারে, তাই সতর্কতা অবলম্বনের কোনো বিকল্প নেই।
পাঠকের মতামত:
- কেন বিড়াল-কুকুর ঘাস খায়, বিজ্ঞান কী বলে?
- গাজা দখল রুখতে ওআইসির জরুরি সভার ঘোষণা
- শেখ হাসিনা বারোটা বাজিয়েছে, অন্তর্বর্তী সরকার চব্বিশটা: মির্জা আব্বাস
- মাত্র ১৯ দিন হাতে, অর্থনৈতিক আঘাত এড়ানোর উপায় খুঁজছে ভারত
- ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সিইসি
- ড. মইন খান: ২০২৪ সালের বিপ্লব লুটেরাদের জন্য নয়
- নাটোরে উপদেষ্টা আসিফ মাহমুদের অনুষ্ঠান বয়কট করলো জেলা বিএনপি
- পার্বত্য এলাকায় দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সালাহউদ্দিন আহমদের সতর্কবার্তা
- দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন আটক হল যেভাবে
- ছাত্রলীগমুক্ত হল - শিক্ষার্থীদের বিজয়ের রাতের গল্প
- ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন নিশ্চিত করা হবে: তারেক রহমান
- লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, প্রাণ সংকটে কপিল শর্মা
- যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চান: শামসুজ্জামান দুদু
- তারেক রহমানই দেশের আগামী প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
- গাজায় তীব্র খাদ্য সংকটের কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে
- মাসিক আয় থেকে সঞ্চয় করার সহজ ছয়টি উপায়
- অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ আছে:সাবেক সচিব সাত্তার
- রাজশাহীতে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা সজীব ভূঁইয়া
- ফেসবুক প্রেমে ফাঁদ, ৯ কোটি রুপি হারালেন বৃদ্ধ
- গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় সাতজন গ্রেফতার
- বড় কিছু নিয়ে ফিরছেন শাকিব খান, ভক্তদের জন্য বিশেষ বার্তা দিলেন
- নাসির উদ্দিন: মানুষের আস্থা হারিয়েছে নির্বাচন ব্যবস্থা
- আওয়ামী লীগ ও ভারতের স্বার্থে বাংলাদেশে দাঙ্গা দরকার: গয়েশ্বর চন্দ্র রায়
- ছবিতে প্রথমে যা দেখলেন, সেটাই বলে দেবে আপনার চরিত্র
- সিন্ডিকেটের দৌরাত্ম্যে সরকারের নির্ধারিত ২৭ টাকার সার বিক্রি হচ্ছে ৬০ টাকায়
- উপেক্ষার জবাব হ্যাটট্রিকের মাধ্যমে দিলেন রোনালদো
- আলাস্কায় পুতিন-ট্রাম্প সাক্ষাৎ: কূটনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়
- দুই কারণ সামনে রেখে গাজীপুরে সাংবাদিক হত্যা ঘটনায় তদন্ত
- চীনে প্রথমবার হিউম্যানয়েড রোবট পিএইচডিতে ভর্তি
- হাইপোথাইরয়েডিজম নিয়ন্ত্রণ করে জীবনে ফিরুন প্রাণবন্ততা
- ইসরায়েলি দখল পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিল ইরাক
- বেতন বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের ঘোষণা
- নির্বাচন প্রক্রিয়ায় কমিশনের সম্পৃক্ততা নেই: আলী রীয়াজ
- ছয় বছর পর ড্যাবের ভোটযুদ্ধ আজ, চিকিৎসক মহলে উত্তেজনা
- ১৮ হল কমিটি গঠনের পর বিক্ষোভ, ঢাবি উপাচার্যের কড়া বার্তা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ধ্বংসের ছায়া থেকে নতুন বিশ্বব্যবস্থার উত্থান
- মোদিকে গোপন পরামর্শ দেবেন নেতানিয়াহু
- খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারী পেলেন ছাত্রদলের পদ
- আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার তারেক রহমানের
- জামায়াতের ‘পিআর’ কৌশলে নির্বাচন বিলম্বের অভিযোগ হাফিজ উদ্দিনের
- সুরা আল-বাকারার উল্লেখযোগ্য ঘটনা ও বিষয়বস্তু বিস্তারিত জানুন
- কিশমিশের পানির বহুমুখী উপকারিতা: স্বাদের সঙ্গে স্বাস্থ্যের সঙ্গী
- ভক্তদের উদ্দেশ্যে রহস্যময় বার্তা শাকিব খানের
- ক্রিকেটের তীর্থক্ষেত্রের স্মৃতি ঘরে তোলার বিরল সুযোগ
- চীনের রোবোটিক অঙ্গ পেলেন জুলাই বিপ্লবের আহতরা
- কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁয় ফের গুলিবর্ষণ
- যানবাহন পানিতে পড়লে বাঁচার উপায়: বিশেষজ্ঞের জরুরি পরামর্শ
- গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের আপডেট
- বয়স থেমে গেছে ৪০-এ! আর মাধবনের ২১ দিনের তারুণ্যের গোপন রহস্য
- নিজের আয়ের হিসাব দিলেন এনসিপি নেতা হান্নান মাসউদ
- শেখ হাসিনার পতনের পর কূটনীতি ও নিরাপত্তার কঠিন প্রশ্নগুলো
- গণঅভ্যুত্থানের এক বছর: মুক্তির স্বপ্ন ও গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জ
- ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মনোবিশ্লেষণমূলক পাঠ: একটি প্রজন্মের অবচেতনের বিস্ফোরণ
- জামায়াতের ‘পিআর’ কৌশলে নির্বাচন বিলম্বের অভিযোগ হাফিজ উদ্দিনের
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ধ্বংসের ছায়া থেকে নতুন বিশ্বব্যবস্থার উত্থান
- ভারতের ওপর ২৫% শুল্ক বৃদ্ধিতে মার্কিন বাজারে বাংলাদেশের জন্য নতুন সুযোগ
- ৫ আগস্ট ছুটি ঘোষণা: কোন কোন সেবা পাবেন, কোনগুলো বন্ধ থাকবে
- প্রধান উপদেষ্টা: "জুলাই শহীদদের স্বপ্নই হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি"
- চীনের অর্থনৈতিক নীরব বিপ্লব: পশ্চিমা একপক্ষীয় বিশ্বনীতির অবসানের সংকেত
- যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
- বৃষ্টিকে উপেক্ষা করে ‘জুলাই জাগরণ’-এ জনতার ঢল
- শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মাথায় হাত!
- কলাপাড়ার ইলিশ মোকামে ফের গর্জন, ঘাটে জমে উঠল ক্রেতার ভিড়
- ডিএসই তালিকাভুক্ত দুই কোম্পানির সময়মতো ডিভিডেন্ড
- মৃত ৮ মিনিট, জীবনের সন্ধান: এক নারীর অতিলৌকিক অভিজ্ঞতা