আইটেম গানে তাসনিয়া ফারিণের ঝলক

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৫ ১১:২৯:০৭
আইটেম গানে তাসনিয়া ফারিণের ঝলক

ঢালিউডে এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দার প্রশংসিত এই অভিনেত্রী এবার ধরা দিলেন একেবারে ভিন্ন রূপে—আইটেম গানে কোমর দুলিয়ে বাজিমাত করলেন ‘ইনসাফ’-এর নতুন গান ‘আকাশেতে লক্ষ তারা ২.০’-তে।

সদ্য প্রকাশিত গানটিতে ফারিণের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ঢালিউড তারকা শরিফুল রাজ। তাদের রোমাঞ্চকর রসায়ন আর গ্ল্যামার যেন দর্শকদের চোখ আটকে রাখতে বাধ্য। গানে আরও এক চমক দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার দৃঢ় উপস্থিতি বাড়িয়েছে গানের আকর্ষণ।

মূলত ১৯৮০ সালের নস্টালজিক হিট ‘আকাশেতে লক্ষ তারা’ গানটির আধুনিক রিমেক এটি। নতুন ভার্সনে সংগীত পরিচালনা করেছেন খ্যাতিমান শওকত আলী ইমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা, নতুন করে গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ এবং র‌্যাপ অংশে যোগ দিয়েছেন ব্ল্যাক জ্যাং।

‘ইনসাফ’ সিনেমার পরিচালক সঞ্জয় সমাদ্দার। টিজার এবং পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। আর আইটেম গানের পর সিনেমাটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। ঈদের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ