প্রেমে আর আপস নয়: নিজস্বতায় অনড় অনন্যা পান্ডে

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০৪ ১২:৫৪:৩৩
প্রেমে আর আপস নয়: নিজস্বতায় অনড় অনন্যা পান্ডে

বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা হলেও, অনন্যা পান্ডে নিজের অভিনয় ও উপস্থিতির মাধ্যমে ইতোমধ্যেই তৈরি করেছেন আলাদা পরিচিতি। রুপালি পর্দায় আত্মপ্রকাশের পরই দর্শকদের নজর কাড়েন তিনি, তবে শুধু অভিনয় নয়—তার ব্যক্তিজীবন নিয়েও বলিপাড়ায় চলে আলোচনার ঝড়। বিশেষ করে প্রেম, সম্পর্ক আর বিচ্ছেদ—এসবের মধ্য দিয়ে বহুবার উঠে এসেছেন শিরোনামে। সম্প্রতি অনন্যা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন—এবার প্রেমে আর কোনো ভুল করতে চান না তিনি।

গত বছর আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর মানসিকভাবে বেশ ভেঙে পড়েন অভিনেত্রী। এর আগেও ঈশান খট্টরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। দু’বারের সম্পর্কেই নিজেকে হারিয়েছেন, প্রেমিকের ইচ্ছেমতো নিজেকে বদলেছেন, এমনকি নিজেকে বিসর্জনও দিয়েছেন।

অনন্যা বলেন, “আমি সব সময় চেষ্টা করেছি আমার প্রেমিকের পছন্দকে গুরুত্ব দিতে। তারা যেভাবে চাইত, সেভাবেই নিজেকে গড়েছি। কিন্তু শেষে দেখলাম, আমি নিজেকে ভুলে গেছি।”

এই অভিজ্ঞতা থেকেই এবার নিজের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্পষ্ট ঘোষণা দিয়েছেন—আর আপস নয়। তিনি বলেন, “যেমন আমি, সেভাবেই আমাকে গ্রহণ করতে হবে। এবার আর প্রেমিকের ইচ্ছার সঙ্গে নিজেকে গলিয়ে ফেলব না।”

এমন সাহসী অবস্থানের পেছনে রয়েছে একটি মূল্যবান উপলব্ধি। অনন্যার ভাষায়, “লোককে খুশি করা খুব বাজে একটা অভ্যাস। যে পুরুষ তার প্রেমিকার জন্য গর্ববোধ করতে পারে না, সে কখনোই সঠিক সঙ্গী হতে পারে না।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ