প্রস্তাবিত বাজেট ২০২৪-২৫: কোন কোন পন্যের দাম কমতে পারে? 

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০২ ২৩:১৮:১৪
প্রস্তাবিত বাজেট ২০২৪-২৫: কোন কোন পন্যের দাম কমতে পারে? 

২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতির উদ্দেশে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে দেওয়া ভাষণে তিনি এই বাজেট উপস্থাপন করেন। শুল্ক-কর সংক্রান্ত যেসব প্রস্তাব বাজেটে রাখা হয়, তাৎক্ষণিকভাবে তা কার্যকর হওয়ায় এসব পণ্যের বাজারদর কিছুটা কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বাজারে সাধারণত শুল্ক ও কর বৃদ্ধির প্রভাব দ্রুত পড়ে, কিন্তু কর কমার প্রতিফলন তুলনামূলকভাবে ধীর। তারপরও বাজেট ঘোষণার পর বাজারে ইতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি হতে পারে, বিশেষ করে যেসব পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট ছাড় দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে।

বাজেট বক্তৃতা ও কাস্টমস নির্দেশনার ভিত্তিতে দেখা যায়—চিনি, স্যানিটারি ন্যাপকিন, তরল দুধ, কম্পিউটার মনিটর, আইসক্রিম, বলপয়েন্ট কলম, বিদেশি মাছ-মাংস, বাটার, প্লাস্টিকের তৈজসপত্র, পোশাক এবং জুতার ওপর শুল্ক ও কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে।

পরিশোধিত চিনির আমদানিতে টনপ্রতি শুল্ক ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা বাজারে খুচরা মূল্যে কমে আসার একটি সম্ভাবনা সৃষ্টি করেছে। এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

নারীস্বাস্থ্যের দিক বিবেচনায় স্যানিটারি ন্যাপকিনের ওপর স্থানীয় ব্যবসায়িক পর্যায়ে সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির ঘোষণা ইতিবাচকভাবে গ্রহণযোগ্য হয়েছে। একইভাবে, শিশু ও পরিবারভিত্তিক পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ প্যাকেটজাত তরল দুধেও স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কলম এবং কম্পিউটার মনিটরের ওপর ভ্যাট ছাড় বেশ তাৎপর্যপূর্ণ। বলপয়েন্ট কলমে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, আর ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর—যার মধ্যে ইন্টারেকটিভ মনিটরও অন্তর্ভুক্ত—ভ্যাট অব্যাহতির আওতায় এসেছে। ফলে তথ্যপ্রযুক্তি নির্ভর পেশা ও শিক্ষার ক্ষেত্রে কিছুটা স্বস্তি আসতে পারে।

এছাড়া আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে, যা এ মৌসুমে জনপ্রিয় পণ্যের দাম কিছুটা কমানোর সুযোগ তৈরি করেছে। বিদেশি বিলাসপণ্য—যেমন স্যামন ও টুনা মাছ, বিদেশি মাংস, বাটার, প্লাস্টিকের হাউজহোল্ড সামগ্রী, পোশাক ও জুতার ওপর সম্পূরক শুল্ক আংশিকভাবে কমানো হয়েছে। এসব পণ্যের দামও কিছুটা হ্রাস পেতে পারে।

অর্থনীতিবিদদের মতে, এই কর হ্রাসের উদ্যোগ সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য আশার বার্তা হতে পারে, যদিও বাজারে এর বাস্তব প্রভাব নির্ভর করবে ব্যবসায়ীদের মূল্য নির্ধারণ নীতির ওপর।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ