জামায়াতের নিবন্ধন ফেরানোর রায়ে আইনজীবী শিশির মনিরের প্রতিক্রিয়া

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ০১ ১১:৪১:৩১
জামায়াতের নিবন্ধন ফেরানোর রায়ে আইনজীবী শিশির মনিরের প্রতিক্রিয়া

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা আইনি সংগ্রামের পর অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে তাদের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাচ্ছে। রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগ নির্বাচন কমিশনকে দলটির নিবন্ধন পুনর্বহাল করতে নির্দেশ দিয়েছে।

তবে দায়িত্বপ্রাপ্ত আদালত দলটির ঐতিহ্যবাহী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশনা দেননি এবং এই বিষয় নির্বাচন কমিশনের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। জামায়াতের আইনজীবী শিশির মনির জানান, আপিল বিভাগের রায়ের মাধ্যমে দলটির নিবন্ধন বৈধ ঘোষণা করা হয়েছে এবং হাইকোর্টের পূর্বের রায় বাতিল হয়েছে। এখন নির্বাচন কমিশনকে নিবন্ধনসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রায়ের সংক্ষিপ্ত কপি পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। তবে আপিল বিভাগের নির্দেশনা থেকে প্রতীকের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

জানিয়ে রাখা যায়, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতে ইসলামীকে অবৈধ ঘোষণা করে তাদের নিবন্ধন বাতিল করে। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এরপর জামায়াতে ইসলামী এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

তবে ওই আপিল শুনানিতে জামায়াতের আইনজীবী উপস্থিত না থাকায় ২০২৪ সালের নভেম্বর মাসে আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ নির্দেশ দেন, যা আপিল খারিজের মতো হয়। ফলে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা বহাল ছিল।

সম্প্রতি, ১৪ মে আপিল শুনানি সম্পন্ন হয় এবং ১ জুন রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। আজকের রায় জামায়াতের জন্য এক যুগের লম্বা আইনি যাত্রার পর বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, প্রতীকের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্ত প্রত্যাশা করা হচ্ছে, যা দলটির রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ