নাহিদ ইসলামকে ঘিরে 'ক্লিকবেইট ষড়যন্ত্র'? এনসিপির তীব্র প্রতিবাদ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ৩১ ২১:৪৩:৪২
নাহিদ ইসলামকে ঘিরে 'ক্লিকবেইট ষড়যন্ত্র'? এনসিপির তীব্র প্রতিবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে জড়িয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক সংবাদ প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে দলটি। শনিবার (৩১ মে) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির পক্ষ থেকে এসব প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘ক্লিকবেইট সাংবাদিকতা’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

সংগঠনের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “গতকাল কয়েকটি গণমাধ্যম সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর শিরোনামে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে। এনসিপি এই ধরনের সাংবাদিকতা তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানায়।”

প্রতিবেদনে উল্লেখ ছিল, আতিক মোর্শেদ নাহিদ ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) ছিলেন, যা এনসিপি অস্বীকার করেছে। দলটি জানিয়েছে, আতিক মোর্শেদ এক সময় নাহিদ ইসলামের অধীনে থাকলেও বর্তমানে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে কাজ করছেন।

এছাড়া নাহিদ ইসলাম নিজেও গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিষ্কারভাবে জানিয়েছেন, তার উপদেষ্টা থাকাকালে নগদ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের অধীনে ছিল। ফলে “নগদ” ইস্যুতে তাকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, একটি গোয়েন্দা সংস্থার তথাকথিত ‘রেডিমেইড’ রিপোর্টকে ভিত্তি করে এসব অনুসন্ধানী সংবাদ সাজানো হয়েছে। এনসিপি একে ওয়ান-ইলেভেন সময়কার ফরমায়েশি সাংবাদিকতার পুনরাবৃত্তি বলেও উল্লেখ করেছে।

এনসিপি অভিযোগ করেছে, প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গেই একটি বৃহৎ রাজনৈতিক দলের মিডিয়া সেল থেকে নাহিদ ইসলামকে টার্গেট করে ফটোকার্ড প্রচার করা হয়, যা তারা ‘গভীর উদ্বেগজনক’ এবং ‘রাজনৈতিকভাবে শঙ্কাজনক’ বলে অভিহিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছে, “ভিত্তিহীন প্রপাগান্ডা ও আক্রোশমূলক রাজনৈতিক আচরণ পারস্পরিক আস্থা বিনষ্ট করে। আমরা চাই যুক্তিনির্ভর ও গঠনমূলক সমালোচনার চর্চা হোক।”

প্রসঙ্গত, গত ৩০ মে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একটি ফেসবুক পোস্টে আতিক মোর্শেদের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছিলেন। ওই পোস্টকে ভিত্তি করে একটি অনলাইন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে, যেখানে নাহিদ ইসলামকে জড়ানো হয়। এনসিপি সেই প্রতিবেদন ও এর পেছনে সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সরাসরি আপত্তি তুলেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ