বাংলাদেশ বনাম ফ্যাসিবাদ: দেশ দুই ভাগে বিভক্ত — হাসনাত

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১১ ১৪:৪৫:৪১
বাংলাদেশ বনাম ফ্যাসিবাদ: দেশ দুই ভাগে বিভক্ত — হাসনাত

সত্য নিউজ: রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে চলমান আন্দোলনকে কোনো নির্দিষ্ট দলের কর্মসূচি নয়, বরং ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন’ হিসেবে বর্ণনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ আজ দুটি বিপরীতমুখী রাজনৈতিক চেতনায় বিভক্ত—একপক্ষে বাংলাদেশপন্থী শক্তি, অপরপক্ষে ফ্যাসিবাদপন্থী শক্তি।

আজ শনিবার বিকেল তিনটার পর থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সাড়ে তিনটার দিকে ডিজিটাল স্ক্রিনের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়ে শুরু হয় ধারাবাহিক বক্তব্য পর্ব। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আন্দোলনকারীরা কেবল একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং ‘ফ্যাসিবাদী রাজনীতির’ বিরুদ্ধে এক জাতীয় ঐক্য গড়ার প্রয়াসে নেমেছে। তিনি বলেন, “শাহবাগের এই আন্দোলন কোনো দলের একক কর্মসূচি নয়; এটা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের প্রকাশ।”

হাসনাত আরও বলেন, “বাংলাদেশ আজ দুটি ভাগে বিভক্ত—বাংলাদেশপন্থী ও ফ্যাসিবাদপন্থী। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, তারা বাংলাদেশপন্থী; আর যারা চায় না, তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান করছে।”

তিনি তাঁর বক্তব্যে আন্দোলনের প্রতি ব্যক্তিগত অঙ্গীকারও প্রকাশ করেন। আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায় নিজের জীবন ও স্বাস্থ্য নিয়ে শঙ্কার কথাও বলেন। “যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি,” জানিয়ে তিনি বলেন, “কোনো ষড়যন্ত্র বা চাপে পড়ে যদি আমার মুখ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা শোনা যায়, তাহলেও আপনারা রাজপথ ছাড়বেন না। আমি যদি পরবর্তীতে কোনো ঘোষণা না-ও দিই, আপনারা মনে রাখবেন, আপনাদের লক্ষ্য—আওয়ামী লীগ নিষিদ্ধ করা।”

২০১৩ সালে শাহবাগ চত্বরেই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল বলে মন্তব্য করে হাসনাত বলেন, “এখন সেই একই স্থান থেকে আমরা ফ্যাসিবাদের পতনের শেষ পেরেকটি ঠুকব। মত ও পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।”

বক্তৃতার মধ্য দিয়ে স্পষ্ট হয়, আন্দোলনকারীরা তাঁদের দাবি থেকে সরবেন না এবং দীর্ঘমেয়াদি রাজপথের প্রস্তুতি নিচ্ছেন। শাহবাগ মোড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা উপস্থিত থেকে ধারাবাহিকভাবে বক্তব্য রাখছেন এবং আগামী দিনগুলোতে এই আন্দোলন কীভাবে এগোবে, তা নিয়ে আলোচনা করছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ