দেশের ৬ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৯ ০৮:২৯:৫৯
দেশের ৬ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা

দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের ছয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা হাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস:

  • ২৮ মে সন্ধ্যা ৬টা থেকে শুরু করে ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে—
  • রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
  • কিছু কিছু স্থানে মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
  • সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
  • রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, উপকূল ও নদীবন্দর এলাকায় চলাচলরত নৌযান ও ছোট নৌকার প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ