সব মামলায় খালাস পেলেন তারেক রহমান, আইনি লড়াইয়ে পরিসমাপ্তি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৮ ২১:০২:৩৮
সব মামলায় খালাস পেলেন তারেক রহমান, আইনি লড়াইয়ে পরিসমাপ্তি

২০০৭ সাল থেকে শুরু করে একাধিক মামলার মুখোমুখি হওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সব সাজাপ্রাপ্ত মামলায় খালাস পেলেন। তার বিরুদ্ধে এ সময়ের মধ্যে মোট ৮০টিরও বেশি মামলা দায়ের হয়, যার মধ্যে ছিল দুর্নীতি, মানহানি, অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলা।

তবে সময়ের সঙ্গে সঙ্গে উচ্চ আদালতের রায় ও বাদীর আবেদন ইত্যাদির প্রেক্ষিতে একে একে মামলাগুলো থেকে মুক্তি পান তিনি। আজ বুধবার হাইকোর্ট তারেক রহমানকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দুই ধারায় দেওয়া ৯ বছরের দণ্ড থেকে খালাস দেন। একইসঙ্গে এ মামলায় তার স্ত্রী ডা. জোবাইদা রহমানও খালাস পেয়েছেন।

এর আগে বহুল আলোচিত ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতি মামলায় আপিল বিভাগে নিষ্পত্তির মাধ্যমে তারেক রহমানের ১০ বছরের কারাদণ্ড বাতিল হয়। একইভাবে অর্থ পাচার মামলায় হাইকোর্টের দেওয়া সাজাও পরে আপিল বিভাগে খারিজ হয়ে যায়।

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায়ও হাইকোর্ট তাকে একাধিক ধারার দণ্ড থেকে অব্যাহতি দিলেও মামলাটি এখনও আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০১৪ সালে যুক্তরাজ্যে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে নড়াইলের আদালতে দায়ের করা মানহানির মামলায় দুই বছরের দণ্ড হয় তার। পরে বাদীর আবেদনে সেটি প্রত্যাহার করে নেয়া হয় এবং মামলাটি খারিজ হয়ে যায়।

বিএনপির আইন বিষয়ক নেতারা জানিয়েছেন, এখন তারেক রহমান আর কোনো সাজাপ্রাপ্ত মামলার আওতায় নেই। সহকারী অ্যাটর্নি জেনারেল আজাদুল ইসলাম এবং বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আজমল হোসেন খোকন—তিনজনেই বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে জামিনে মুক্ত হয়ে যুক্তরাজ্যে যান তারেক রহমান। সেই থেকে তিনি লন্ডনেই অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই অধিকাংশ মামলার বিচারিক ও আপিল কার্যক্রম সম্পন্ন হয়।

রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত এই নেতার বিরুদ্ধে এতদিন ধরে চলা মামলাগুলোর অবসান তার আইনি অবস্থানকে নতুন মোড় দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও তার দেশে ফেরার বিষয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ