৩১ মে মানিক মিয়ায় নজরুল কনসার্ট

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৮ ১৪:৫৫:৫৩
৩১ মে মানিক মিয়ায় নজরুল কনসার্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ব্যতিক্রমধর্মী এক রক কনসার্ট—“নজরুল কনসার্ট ২০২৫”।

৩১ মে বিকেল ৫টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ কাঁপাবে দেশের শীর্ষ দশটি ব্যান্ড দল, যাঁরা একসাথে গাইবেন নজরুলের কালজয়ী গান।

কে কে থাকছেন এই নজরুল উৎসবে?বাংলাদেশের ব্যান্ড সংগীতের আইকন ব্যান্ডগুলো—সোলস, আর্ক, ওয়ারফেজ, শিরোনামহীন, দলছুট, ডিফরেন্ট টাচ, ব্ল্যাক, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল ও এফ মাইনর—তারা নজরুলের বিখ্যাত দেশাত্মবোধক ও উদ্দীপনামূলক গানগুলো পরিবেশন করবেন আধুনিক সাউন্ডে।

একসাথে প্রকাশ পাচ্ছে নজরুল রক অ্যালবাম!এই কনসার্টেই প্রকাশিত হবে ব্যান্ডগুলোর গাওয়া নজরুল সংগীত নিয়ে বিশেষ একটি অ্যালবাম। গানগুলোর তালিকায় থাকছে—? ‘কারার ঐ লৌহ কপাট’,? ‘তোরা সব জয়ধ্বনি কর’,? ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’,এবং আরও সাতটি অগ্নিস্নাত গান, যা নজরুলের বিদ্রোহী চেতনার শক্তিশালী পুনর্জন্ম ঘটাবে মঞ্চে।

সংগীতের পবিত্রতা রক্ষায় বিশেষ নজরগানগুলোর সুর ও কথা যাতে বিকৃত না হয়, তা নিশ্চিত করতে নজরুলসঙ্গীত পণ্ডিত ইয়াকুব আলী খান তত্ত্বাবধান করেছেন পুরো সংগীতায়োজন।

কবিতার ছন্দেও থাকছে আগুনের সুর!গানের পাশাপাশি থাকবে নজরুলের কবিতা আবৃত্তি—যা নজরুলের লেখার গভীরতা ও আগুনে ভাষাকে পৌঁছে দেবে শ্রোতার হৃদয়ে।

যেভাবে উপভোগ করবেন কনসার্টনজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি।প্রবেশ একেবারে ফ্রি, মানিক মিয়া এভিনিউয়ে সরাসরি গিয়ে উপভোগ করতে পারবেন যে কেউ।

আয়োজক ও পৃষ্ঠপোষকতাকনসার্টটির আয়োজক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ