১০০০ মোবাইল এজেন্ট জুয়ায় জড়িত!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৮ ০৯:৩৩:৪০
১০০০ মোবাইল এজেন্ট জুয়ায় জড়িত!

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী এ অভিযান পরিচালিত হচ্ছে, যার আওতায় ইতোমধ্যে এক হাজারেরও বেশি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্টকে জুয়ার লেনদেনের সঙ্গে যুক্ত থাকার প্রমাণসহ শনাক্ত করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানিয়েছেন, এজেন্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাদের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে, যাতে লাইসেন্স বাতিল ও আর্থিক জরিমানার মতো কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

তিনি আরও জানান, বর্তমানে অনলাইন জুয়া মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পরিচালিত হচ্ছে। অর্থ উপার্জনের আকর্ষণে অনেক তরুণ এই অবৈধ কার্যক্রমে জড়িয়ে পড়ছে। এর ফলস্বরূপ সমাজে বাড়ছে আর্থিক বিপর্যয়, পারিবারিক সহিংসতা এবং আত্মহত্যার মতো ট্র্যাজেডি।

সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় ধারা ২০ অনুযায়ী, অনলাইন জুয়া পরিচালনা, সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইট তৈরি ও প্রচার অপরাধ হিসেবে গণ্য হবে, যার শাস্তি হতে পারে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ১ কোটি টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। ধারা ২১ ও ২২-তে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত লেনদেন, প্রতারণা ও জালিয়াতিও দণ্ডনীয় হিসেবে বিবেচিত।

সিআইডি সাধারণ নাগরিকদের অনুরোধ জানিয়েছে, যেন তারা নিজে এমন অপরাধে জড়িত না হন এবং পরিবারের তরুণ সদস্যদের সচেতন করেন। একই সঙ্গে সন্দেহজনক অ্যাপ, ওয়েবসাইট বা মোবাইল নম্বর সম্পর্কে তথ্য থাকলে তা জানানোর অনুরোধ জানানো হয়েছে। এজন্য সিআইডির সাইবার পুলিশ সেন্টারে যোগাযোগের জন্য হটলাইন নম্বরও চালু রয়েছে:? ০১৩২০০১০১৪৬, ০১৩২০০১০১৪৭, ০১৩২০০১০১৪৮।

সিআইডির এই অভিযান দেশের আর্থ-সামাজিক স্থিতিশীলতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে প্রযুক্তিনির্ভর এই অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি নাগরিকদেরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ