এনসিপি নেতা সালাউদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ১৭:২৩:৫১
এনসিপি নেতা সালাউদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (সাময়িক অব্যাহতি প্রাপ্ত) গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত তার বিদেশ গমন নিষিদ্ধ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লকের আদেশ দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আদালতে আবেদন করে জানান, গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গঠনের অভিযোগ রয়েছে। এসব দুর্নীতি তিনি নিজের নামে নয়, বরং ভিন্ন ব্যক্তির নামে সম্পদ রেখে গোপন করেছেন বলে অভিযোগ ওঠে।

বিশ্বস্ত সূত্রের বরাতে দুদক জানায়, অনুসন্ধান চলাকালে তানভীর দেশত্যাগের পাঁয়তারা করছেন। তাই তার বিদেশযাত্রা রোধ করা এবং এনআইডি ব্লক করাই এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে। আদালত দুদকের এই আবেদনে সাড়া দিয়ে উক্ত নিষেধাজ্ঞার আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চলমান অনুসন্ধানের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। এনসিপি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ