২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন লামিন ইয়ামাল

মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার প্রধান খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। এবার এই তরুণ উইঙ্গার ক্লাবটির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি নতুন চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে। এমনটাই জানিয়েছে ইএসপিএনসহ ইউরোপের বড় বড় ক্রীড়া সংবাদমাধ্যম।
সোমবার (২৬ মে) বার্সার সভাপতি হোয়ান লাপোর্তা ও ইয়ামালের এজেন্ট হোর্হে মেন্দেসের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। উভয়ের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে, এবং খুব দ্রুতই নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
বর্তমান চুক্তি অনুযায়ী ইয়ামালের বার্সেলোনায় থাকার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। তবে ইয়ামাল জুলাইয়ে ১৮ বছর পূর্ণ করার আগেই ক্লাব তাকে আরও দীর্ঘমেয়াদে ধরে রাখতে চাইছে। কারণ, ১৮ বছরের নিচে কোনো খেলোয়াড়ের সঙ্গে তিন বছরের বেশি মেয়াদের চুক্তি আইনিভাবে বৈধ নয়। তাই এবার নতুন চুক্তি হবে আইনি পূর্ণতা ও উচ্চ আর্থিক মানদণ্ডে।
নতুন চুক্তিতে বেতন বাড়ানোর পাশাপাশি থাকছে একাধিক পারফরম্যান্স বোনাস। বিশেষভাবে উল্লেখযোগ্য—ব্যালন ডি’অর জয়ের জন্য থাকবে আলাদা আর্থিক পুরস্কার। লাপোর্তার আগের ইঙ্গিত অনুযায়ী, ইয়ামালের জন্য ‘বিশেষ পরিকল্পনা’ এবার চুক্তির মাধ্যমেই বাস্তবায়ন হচ্ছে।
নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনেও ইয়ামাল এখন দলের অপরিহার্য অংশ। চলতি মৌসুমে তিনি বার্সার হয়ে খেলেছেন ৫৫ ম্যাচ—এতে করেছেন ১৮ গোল এবং ২৫টি অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো ও ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে তার দুর্দান্ত পারফরম্যান্স ছিল মৌসুমের হাইলাইট।
বার্সা সূত্র জানায়, ইয়ামালকে ঘিরেই আগামী এক দশকের পরিকল্পনা সাজাচ্ছে ক্লাবটি। শুধু ইয়ামাল নন, ক্লাব ইতোমধ্যেই পেদ্রি, গাভি, রাফিনিয়া ও পাও কুবারসির মতো তরুণ তারকাদের চুক্তি নবায়ন করেছে। একে একে বার্সা নতুন প্রজন্মের ভিত্তি গড়ে তুলছে।
ইয়ামাল শুধু ক্লাব নয়, জাতীয় দল স্পেনের হয়েও হয়ে উঠেছেন এক উজ্জ্বল নক্ষত্র। ইউরো জয়ের পথে ‘লা রোহা’র অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। ইতোমধ্যেই জিতে নিয়েছেন কোপা ট্রফি, গোল্ডেন বয় অ্যাওয়ার্ড এবং লরিয়াস অ্যাওয়ার্ডে ‘বর্ষসেরা উদীয়মান তারকা’র মতো সম্মান।
মাত্র সাত বছর বয়সে লা মাসিয়ায় পা রাখা ইয়ামাল মাত্র ১৫ বছরেই বার্সার মূল দলে অভিষেক ঘটান জাভির অধীনে। এরপর তাঁর ক্যারিয়ার এক রূপকথার গল্পের মতো এগিয়ে চলেছে। নতুন এই চুক্তি তাকে বার্সেলোনার ইতিহাসের অন্যতম প্রতীকী খেলোয়াড় করে তুলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের দীর্ঘ ছুটি, চালু থাকবে জরুরি সেবা
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- তিন মাসে ১.১৮ লাখ কোটি টাকার মূলধন ঘাটতি, দেউলিয়াত্বের পথে ২০ ব্যাংক
- স্টারলিংক চালু, সরকারের দ্রুত সিদ্ধান্তের নেপথ্যে কি?