লিভারপুলের বিজয় উদ্‌যাপনে গাড়িচাপার ঘটনা: আহত ২৭

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ০৯:০৭:৩৭
লিভারপুলের বিজয় উদ্‌যাপনে গাড়িচাপার ঘটনা: আহত ২৭

ইংল্যান্ডের লিভারপুল শহরের কেন্দ্রস্থলে প্রিমিয়ার লিগ জয় উদ্‌যাপনের সময় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। সালাহ-অ্যালিসনদের নেতৃত্বে লিভারপুল ফুটবল ক্লাবের শিরোপা উদ্‌যাপন দেখতে হাজারো সমর্থক জমায়েত হন, তখনই একটি গাড়ি ভিড়ের মধ্যে উঠে পড়ে। এতে অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার সন্ধ্যায় শহরের ওয়াটার স্ট্রিটে এই ঘটনা ঘটে। জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের চিকিৎসা শুরু করে। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মার্সিসাইড পুলিশের তথ্যমতে, লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ব্যক্তি ঘটনার সময় গাড়িটির চালক ছিলেন। তবে এখনও তার পরিচয় নিশ্চিত করা হয়নি।

পুলিশ নিশ্চিত করেছে, এই ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস একে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন এবং জানান, তদন্ত চলছে।

ঘটনার পর লিভারপুল ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘ওয়াটার স্ট্রিটের ঘটনাটি আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা মার্সিসাইড পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।’

লিভারপুল সিটি কাউন্সিলের সদস্য লিয়াম রবিনসন বলেন, ‘এই ঘটনাটি শহরের জন্য আনন্দের দিনটি অন্ধকার ছায়া ফেলেছে।’

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘লিভারপুলের দৃশ্য ভয়াবহ। যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা।’

নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র ডেভ কিচিন জানান, ‘ঘটনায় ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও ২০ জনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত