হাট শুরুর আগেই রাজধানীতে গরুর ঢল
.jpg)
সত্য নিউজ: আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর কোরবানির পশুর হাটে জমে উঠছে আগাম প্রস্তুতি। নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগেই হাটে আসতে শুরু করেছে কোরবানির গরু। সোমবার (২৬ মে) ঢাকার পোস্তগোলা শ্মশানঘাট হাটে দেখা গেছে কয়েকটি গরুর উপস্থিতি, যা ঈদের আমেজকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মিলিয়ে এবার রাজধানীতে বসছে ১৯টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে ডিএসসিসির আওতায় থাকবে ৯টি হাট এবং ডিএনসিসির অধীনে থাকছে ১০টি। বেচাকেনা চলবে ঈদের আগের তিন দিনসহ মোট পাঁচ দিন।
তবে হাট শুরু হবার অনেক আগেই গরু আসা শুরু হওয়ায় বিক্রেতাদের মধ্যে আশার সঞ্চার হলেও, নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, তারা আগেভাগেই এসে পসরা সাজিয়ে নিচ্ছেন যেন ভালো দাম পাওয়া যায়। অন্যদিকে ক্রেতারাও হাট পরিদর্শনে আসতে শুরু করেছেন আগে থেকেই, ভালো গরু বেছে নেওয়ার আশায়।
পোস্তগোলা হাটে আগত এক বিক্রেতা বলেন, “ঈদের সময় খুব চাপ থাকে। আগেই আসলে জায়গা ভালো পাওয়া যায়, ক্রেতাও পাওয়া যায়। তাই এবার একটু আগে চলে এসেছি।”
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রতিটি হাটে থাকবে পশুর চিকিৎসা সেবা, সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত লাইটিং, পানি ও নিরাপত্তার ব্যবস্থা। তবে আগাম গরু আসায় এসব ব্যবস্থার প্রস্তুতি কতটা রয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও কোরবানির হাট ঘিরে সরব হয়ে উঠেছে আলোচনা। অনেকেই পোস্ট করছেন আগত গরুর ছবি, কেউ কেউ আবার মূল্য নিয়ে হতাশা প্রকাশ করছেন।
প্রসঙ্গত, ঢাকার হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসেন খামারি ও ব্যবসায়ীরা। বড় অঙ্কের লেনদেন হয় এ সময়ে, তাই হাট ঘিরে সক্রিয় থাকে নানা চক্রও। ফলে হাট শুরুর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর তাগিদ জানিয়েছেন বিশ্লেষকরা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- জবি’র সাবেক অধ্যাপক আনোয়ার বেগম হত্যাচেষ্টা মামলায় সুত্রাপুরে আটক
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- জেনে নিন ঈদের ছুটিতে কোন কোন এলাকায় ব্যাংক খোলা থাকবে
- ভারত-পাকিস্তান সংঘাতের পর চীনের পুরস্কার