সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের বিরুদ্ধে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ১৩:৩৫:৪০
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের বিরুদ্ধে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন অংশে তৃতীয় দিনের মতো টানা কর্মবিরতি ও বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ ও সংস্থার কর্মচারীরা। এই অধ্যাদেশের মাধ্যমে চাকরির বয়সসীমা, পদোন্নতি ও পেনশনসংক্রান্ত নিয়মে পরিবর্তন আনার প্রস্তাবের বিরোধিতা করছেন তারা।

সচিবালয়ের বাইরের প্রধান ফটক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ বিভিন্ন কার্যালয়ের সামনে কর্মচারীরা প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করছেন। একাধিক বিভাগে দুপুর থেকে বিকেল পর্যন্ত ফাইলিং, দাপ্তরিক চিঠিপত্র চালাচালি বন্ধ ছিল বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীদের বক্তব্য অনুযায়ী, নতুন সংশোধিত অধ্যাদেশে কিছু ধারা রয়েছে যা তাদের চাকরির নিশ্চয়তা ও সুযোগ-সুবিধাকে হুমকির মুখে ফেলবে। তারা দাবি করছেন:

  • পেনশনের শর্ত কঠোর করা হচ্ছে।
  • বয়সসীমা পরিবর্তনের মাধ্যমে অনেকের চাকরি ঝুঁকির মুখে পড়বে।
  • পদোন্নতির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ বৈষম্য সৃষ্টি করবে।

সচিবালয়ে বিক্ষোভে অংশ নেওয়া এক কর্মচারী বলেন,

“এই অধ্যাদেশ কার্যকর হলে আমাদের সার্ভিস লাইফ ও পেনশনের নিশ্চয়তা থাকবে না। আমরা এটা মানি না, চাই দ্রুত এই অধ্যাদেশ বাতিল করা হোক।”

আরেকজন জানান,

“এটা শুধু আমাদের নয়, ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মচারীদের ওপরও প্রভাব ফেলবে। তাই আন্দোলন চালিয়ে যাব।”

সরকারি পর্যায় থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে,

“কিছু ভুল বোঝাবুঝি রয়েছে, সরকার কর্মচারীদের ক্ষতির কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেবে না।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ