পদ্মার চরে আবারো দেখা মিলল বিষধর রাসেলস ভাইপারের

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ১৭:৪৬:২৪
পদ্মার চরে আবারো দেখা মিলল বিষধর রাসেলস ভাইপারের

জবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে ধানক্ষেতে রাসেলস ভাইপার নামক বিষধর সাপের দেখা মিলেছে। পদ্মা নদীর চরে এই ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২৪ মে) সকালে কৃষক ইয়াকুব আলী ধান কাটার সময় সাপটি দেখতে পান এবং সঙ্গীদের সহায়তায় সেটিকে পিটিয়ে হত্যা করেন। ইয়াকুব আলী জয়কৃষ্ণপুর গ্রামেরই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন সকালে ইয়াকুব আলীসহ ছয়জন দিনমজুর মিলে জমিতে ধান কাটতে যান। হঠাৎ করেই ধানগাছের ফাঁকে একটি সাপ চোখে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন সবাই। পরে কাঁচি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন তাঁরা। পরে সাপটি রাসেলস ভাইপার বলে শনাক্ত হয়। উল্লেখ্য, রাসেলস ভাইপার পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপগুলোর একটি। এর কামড়ে মানুষের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি থাকে, যদি তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়া যায়।

স্থানীয়রা জানান, প্রায় প্রতি বছরই পদ্মা নদীর চরে রাসেলস ভাইপার দেখা যায়। এ পর্যন্ত কয়েকজন কৃষক সাপের কামড়ে আহত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ফলে ওই এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা এখন চরের জমিতে যেতে ভয় পাচ্ছেন। এমনকি অনেকে ধান কাটার কাজ পিছিয়ে দেওয়ার কথাও ভাবছেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আবু দারদা জানান, ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় হাসপাতাল থেকে খোঁজ নেওয়া হয়েছে। জানা গেছে, চারজন সাপে কাটা রোগীর জন্য যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন মজুত রয়েছে। তাছাড়া এলাকাবাসীকে সাপ চেনার ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

উল্লেখ্য, রাসেলস ভাইপার সাধারণত শুষ্ক ও গরম পরিবেশে বেশি সক্রিয় থাকে। পদ্মা নদীর চর এলাকায় দীর্ঘদিন ধরে এই বিষধর সাপের উপস্থিতি একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে কৃষকদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, বনজ পরিবেশের বিলুপ্তি, নদীভাঙন এবং আবাসস্থল সংকটে পড়ে এ সাপগুলো লোকালয়ে চলে আসছে। সচেতনতা এবং উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা ছাড়া এর ঝুঁকি এড়ানো কঠিন।

রেহান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ