শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা: প্রকাশিত হলো পূর্ণাঙ্গ সূচি

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডগুলো। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত সূচি প্রকাশ করা হয়। সাধারণত প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা শুরু হওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য থাকলেও, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এপ্রিল মাসে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়া তত্ত্বীয় বা লিখিত পরীক্ষাগুলো শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে জুন মাসে। নির্দেশনায় বলা হয়েছে, ৭ জুন থেকে শুরু করে ১৪ জুনের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় এবার বেশ কিছু কঠোর ও বিশেষ নির্দেশাবলি জারি করেছে শিক্ষা বোর্ড। নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ আসনে বসতে হবে।
পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা ও গাম্ভীর্য বজায় রাখতে জানানো হয়েছে যে, প্রথমে বহুনির্বাচনি (MCQ) এবং এরপর সৃজনশীল বা রচনামূলক (CQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই ধরণের পরীক্ষার মাঝখানে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্রগুলো নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে সংগ্রহ করতে পারবে। তবে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা অন্তত সাত দিন আগে শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করেন। প্রবেশপত্র বিতরণ নিয়ে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানই এর দায়ভার বহন করবেন।
উত্তরপত্র পূরণের ক্ষেত্রেও বিশেষ সতর্কবার্তা দিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড যথাযথভাবে লিখে নির্ধারিত বৃত্তগুলো ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। এছাড়া পরীক্ষার ফলাফলে সফল হতে হলে একজন পরীক্ষার্থীকে সৃজনশীল, বহুনির্বাচনি এবং ব্যবহারিক—এই তিনটি অংশেই পৃথকভাবে পাস করতে হবে। প্রতিটি শিক্ষার্থী কেবল তার নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয়েই পরীক্ষায় অংশ নিতে পারবে; ভিন্ন কোনো বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না।
প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও কঠোরতা অবলম্বন করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। তবে পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষার মতো বিষয়গুলোর ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। পরীক্ষার ফলাফল প্রকাশের পরবর্তী সাত দিনের মধ্যে কোনো শিক্ষার্থী চাইলে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবে, যার বিস্তারিত প্রক্রিয়া যথাসময়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
ক্যাডার সার্ভিসে জনবল নিয়োগের লক্ষ্যে পঞ্চাশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, আগামী ৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সরকারি কর্ম কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে একই সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে কমিশন জানিয়েছে, পরীক্ষার কেন্দ্র, হল, আসন বিন্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় দিকনির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এবং আবেদন কার্যক্রম পরিচালনাকারী টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের নিয়মিত এসব তথ্য অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পরীক্ষার দিন নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত থাকা এবং কমিশনের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পঞ্চাশতম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে ৪ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে ৩১ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শেষ হয়। এবারের বিসিএসে বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন বলে কমিশন সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রণীত সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ফেব্রুয়ারি ২০২৬। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের জন্য ৯ এপ্রিল ২০২৬ থেকে লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে ৩০ জুলাই ২০২৬। এরপর ১০ আগস্ট ২০২৬ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। সব ধাপ শেষে ২৫ নভেম্বর ২০২৬ তারিখে পঞ্চাশতম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
কমিশন সূত্র জানায়, নির্ধারিত এই সময়সূচি অনুযায়ী সব ধাপ সম্পন্ন করা গেলে বিসিএসের নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করা সম্ভব হবে। এতে ক্যাডার সার্ভিসে শূন্য পদ পূরণে গতি আসবে এবং প্রশাসনিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
-শরিফুল
৫০তম বিসিএস পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নিয়ম
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিশেষ করে পরীক্ষার হলে প্রবেশের সময়সীমা এবং আসন বিন্যাসের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নিয়ম অনুসরণের কথা বলা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
পিএসসির নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটের পর আর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না। হলের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের এই সময়সীমা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
এবারের ৫০তম বিসিএস পরীক্ষায় আসন বিন্যাস ও হাজিরা তালিকায় বিশেষ পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ক্রমানুসারে বিন্যস্ত করা হবে।
পাশাপাশি প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন (র্যান্ডম) পদ্ধতিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হচ্ছে। পিএসসি জানায়, এই বিশেষ পদ্ধতির কারণে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন ও কক্ষ চিহ্নিত করতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে।
আসন খুঁজে পেতে সম্ভাব্য বিলম্বের কথা বিবেচনা করে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। পিএসসি মনে করিয়ে দিয়েছে যে, নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটের পর হলের গেট বন্ধ করে দেওয়া হবে এবং এরপর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন এবং হলের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এই পরীক্ষা পরিচালনাসংক্রান্ত সকল নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে।
জুলাই বিপ্লব ইস্যুতে ইবিতে আবারও তদন্ত প্রক্রিয়া শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লববিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগের ধরন পুনর্মূল্যায়ন এবং শাস্তির মাত্রা নির্ধারণের লক্ষ্যে গঠিত রিভিউ কমিটি পুনর্গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই কমিটি আগের অভিযোগগুলো পর্যালোচনার পাশাপাশি প্রয়োজন হলে নতুন অভিযোগও গ্রহণ করতে পারবে।
রবিবার (১১ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়–এর রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, গত ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কমিটিটি পুনর্গঠন করা হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে, যাতে অভিযোগের প্রকৃতি, সংশ্লিষ্টতার মাত্রা এবং সম্ভাব্য শাস্তির সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।
পুনর্গঠিত পাঁচ সদস্যের রিভিউ কমিটির আহ্বায়ক করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক আওরঙ্গজীব মো. আব্দুর রাহমানকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হুসাইন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শাফিউল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের অন্তর্ভুক্তির মাধ্যমে তদন্ত প্রক্রিয়াকে আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।
এর আগে গত বছরের ১৫ মার্চ জুলাই বিপ্লববিরোধী ভূমিকা থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের শনাক্ত করতে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় ১৯ জন শিক্ষক এবং ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সভায় ৩৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার এবং তাদের একাডেমিক সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, যা ক্যাম্পাসে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
পরবর্তীতে শাস্তির মাত্রা চূড়ান্ত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হককে আহ্বায়ক করে সাত সদস্যের একটি রিভিউ কমিটি গঠন করা হলেও কমিটির অধিকাংশ সদস্য দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেন। ফলে পুরো প্রক্রিয়া দীর্ঘদিন স্থবির হয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, পুনর্গঠিত এই রিভিউ কমিটি নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ও গ্রহণযোগ্য সুপারিশ দেবে। এর মাধ্যমে জুলাই বিপ্লববিরোধী অভিযোগসংক্রান্ত দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলোর একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পর্যালোচনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
-রাফসান
টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজ! ২০২৬ সালের বড় ছুটির তালিকা জানুন
২০২৬ শিক্ষাবর্ষের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এই নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরে কলেজগুলোতে সর্বমোট ৭২ দিন ছুটি থাকবে। উল্লেখ্য যে, গত বছর অর্থাৎ ২০২৫ সালে এই ছুটির সংখ্যা ছিল ৭১ দিন, যা এ বছর এক দিন বাড়ানো হয়েছে। শিক্ষাবর্ষের শুরুতেই এই তালিকা প্রকাশ করায় শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁদের বার্ষিক পড়াশোনা ও ভ্রমণের পরিকল্পনা আরও সুশৃঙ্খলভাবে সাজাতে পারবেন।
এবারের ছুটির তালিকায় সবচেয়ে দীর্ঘ বিরতি রাখা হয়েছে পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজগুলো বন্ধ থাকবে। এই দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীরা পবিত্র রমজানের ইবাদত এবং ঈদের আনন্দ পরিবারের সাথে দীর্ঘ সময় ধরে উদযাপন করতে পারবেন। এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক দিনের সাধারণ ছুটি বরাদ্দ রাখা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষ্যেও শিক্ষার্থীরা বড় ছুটি পেতে যাচ্ছেন, যেখানে আগামী ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত টানা ১০ দিন কলেজ বন্ধ থাকবে।
বছরের শেষার্ধেও বেশ কয়েকটি বড় ছুটি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শিক্ষাবর্ষের একেবারে শেষে বছরের সমাপ্তি ঘটবে শীতকালীন অবকাশের মাধ্যমে। আগামী ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন থাকবে শীতকালীন ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, প্রতি বছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে ৩ দিনের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা তাঁরা স্থানীয় প্রয়োজন বা বিশেষ কোনো কারণে ব্যবহার করতে পারবেন।
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল কবে, যা বলছে অধিদপ্তর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর এখন দেশজুড়ে ১০ লক্ষাধিক চাকরিপ্রার্থীর দৃষ্টি নিবদ্ধ হয়েছে ফলাফল প্রকাশের দিকে। গত শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সারা দেশে একযোগে এই বিশাল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা প্রার্থী ও পদের সংখ্যার দিক থেকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় সরকারি চাকরির পরীক্ষা হিসেবে স্বীকৃত। পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পরদিন অর্থাৎ আজ শনিবার (১০ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ফলাফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়াকে গতিশীল করাই এখন অধিদপ্তরের মূল লক্ষ্য।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আজ দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন যে তারা সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই প্রিলিমিনারির ফল প্রকাশ করে থাকেন। সেই নিয়ম বজায় রেখে চলতি জানুয়ারি মাসেই ফলাফল প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে আজ বেলা ৩টা থেকে উত্তরপত্র বা ওএমআর শিট গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। সাধারণত এই কারিগরি দিকগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট দেখভাল করে থাকে। যদিও বর্তমানে বুয়েটে ভর্তি পরীক্ষা চলমান থাকায় কাজের চাপে কিছুটা সময় লাগতে পারে, তবুও পূর্বনির্ধারিত ১৫ দিনের লক্ষ্যমাত্রার মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।
অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করিয়ে দিচ্ছে যে এর আগে ২০২৪ সালেও তিন ধাপে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফল মাত্র দুই সপ্তাহের মাথায় প্রকাশ করা হয়েছিল। সেই সফল অভিজ্ঞতার আলোকে এবারও কারিগরি জটিলতা এড়িয়ে দ্রুত ফলাফল প্রস্তুতির কাজ চলছে। অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যে প্রযুক্তির সঠিক ব্যবহারের ফলে উত্তরপত্র মূল্যায়নে এখন অনেক কম সময় লাগে, তাই বুয়েটের ব্যস্ততা সত্ত্বেও প্রার্থীরা মাসের শেষ নাগাদ নিজেদের ফলাফল পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য যে এবারের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া বিশাল সংখ্যক প্রার্থীর কথা মাথায় রেখে ফলাফল প্রকাশের সার্ভার ও অনলাইন পোর্টালগুলোকেও শক্তিশালী রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট পরীক্ষার চিত্র, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কবে?
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের পরীক্ষায় ৮৬ দশমিক ৮৮ শতাংশ ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। ‘ডি’ ইউনিটে মোট ৬১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ২৫ হাজার ৮২৬টি। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২২ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী, যা সামাজিক বিজ্ঞান অনুষদের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের স্পষ্ট প্রতিফলন।
ভর্তি পরীক্ষা আয়োজন করা হয় মোট ছয়টি কেন্দ্রে। কেন্দ্রগুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, মহানগর মহিলা কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।
পরীক্ষা চলাকালে উপাচার্য মো. রেজাউল করিম বিভিন্ন কেন্দ্র ও হল পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।
এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট ১০০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ৭২ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন ছিল, যেখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অথবা গাণিতিক বুদ্ধিমত্তা বিষয় অন্তর্ভুক্ত ছিল। অবশিষ্ট ২৮ নম্বর নির্ধারণ করা হবে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএর ভিত্তিতে, যা শিক্ষার্থীদের একাডেমিক ধারাবাহিকতার মূল্যায়ন নিশ্চিত করবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই সমন্বিত মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের সামগ্রিক মেধা ও প্রস্তুতির যথাযথ প্রতিফলন ঘটায়।
উল্লেখ্য, চলতি ভর্তি মৌসুমে এর আগে গত ২৭ ডিসেম্বর বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ৩০ জানুয়ারি কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফলাফল প্রকাশ ও পরবর্তী ধাপের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
-রাফসান
এসএসসি পরীক্ষায় বড় পরিবর্তন, চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনিক জটিলতা ও পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এবার ১৭টি পরীক্ষা কেন্দ্র এবং সংশ্লিষ্ট ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, সংশোধিত তালিকা অনুযায়ী ২০২৬ সালে ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ৫০৭টি কেন্দ্রে। এর মধ্যে দেশের বাইরে অবস্থিত ৭টি বিদেশি কেন্দ্রও অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্র পুনর্গঠনের এই সিদ্ধান্ত মূলত পরীক্ষা ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং বাস্তবসম্মত পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ২০২৬ সালের চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সহজেই হালনাগাদ তথ্য জানতে পারেন।
এর আগে, গত ৫ জানুয়ারি জারি করা পৃথক এক আদেশে বোর্ড জানায়, কিছু কেন্দ্রের ক্ষেত্রে প্রশাসনিক প্রতিবন্ধকতা এবং পরীক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় সেসব কেন্দ্র ২০২৬ সাল থেকে স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব গুরুত্বপূর্ণ কেন্দ্র বাতিল করা হয়েছে
বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-
ঢাকা-৬৯ হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়,
ঢাকা-৭৮ হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়,
শিবালয়-২ রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ,
জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়,
কামারখালী উচ্চ বিদ্যালয় এবং
মির্জাপুর ক্যাডেট কলেজ।
এছাড়া করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন, রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয়, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ঢাকা-৩০ আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয়সহ আরও কয়েকটি কেন্দ্র বাতিলের তালিকায় রয়েছে।
বিদেশি কেন্দ্রেও পরিবর্তন
পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় বালিয়াকান্দি-২ কেন্দ্রের অধীন লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ বাতিল করা হয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থিত এ্যাথেন্স (গ্রিস) কেন্দ্রের বাংলাদেশ দোয়েল একাডেমিকে সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য জরুরি পরামর্শ
ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান অথবা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ কেন্দ্র তালিকা যাচাই করে নেয়। এতে করে পরীক্ষার সময় কেন্দ্র সংক্রান্ত কোনো ধরনের বিভ্রান্তি বা ভোগান্তি এড়ানো সম্ভব হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
-রফিক
নবম পে-স্কেলে সর্বনিম্ন বেতন নিয়ে তিন প্রস্তাব
নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত করার লক্ষ্যে শেষ ধাপের প্রস্তুতিতে প্রবেশ করেছে পে-কমিশন। কমিশনের সুপারিশ চূড়ান্ত করতে আগামী ২১ জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ সভার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। এই সভাতেই নবম পে-স্কেল সংক্রান্ত অধিকাংশ সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় অংশ নেওয়া কমিশনের একাধিক সদস্যের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত তারিখে অনুষ্ঠিত বৈঠকটিই পে-স্কেল বিষয়ে কমিশনের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সভা হতে যাচ্ছে। যদিও প্রয়োজনে এর আগে আরও একটি পূর্ণ কমিশনের সভা আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে পে-কমিশন–এর এক সদস্য জানান, কমিশনের হাতে সময় খুবই সীমিত। নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ চূড়ান্ত করে জমা দিতে হবে বলে কমিশন দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিচ্ছে। এজন্য একাধিক বিষয় একসঙ্গে নিষ্পত্তির চেষ্টা চলছে।
এদিকে নবম পে-স্কেলে বেতনের অনুপাত (সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান) ১:৮ নির্ধারণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এই অনুপাত চূড়ান্ত করা হয়। এর আগে কমিশনের সামনে ১:৮, ১:১০ ও ১:১২ এই তিনটি বিকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। আলোচনার পর তুলনামূলকভাবে বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ বিবেচনায় ১:৮ অনুপাতেই একমত হয় কমিশন।
তবে সর্বনিম্ন বেতন কাঠামো নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে তিনটি ভিন্ন প্রস্তাব কমিশনের আলোচনায় রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরবর্তী সভায় এই বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হতে পারে।
সর্বোচ্চ বেতন স্কেল কত নির্ধারিত হবে এ প্রশ্নে কমিশনের অবস্থান এখনো স্পষ্ট নয়। কমিশনের এক সদস্য জানিয়েছেন, মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধার কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। এসব বিষয়ের ওপর নির্ভর করেই সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হবে। ফলে এ মুহূর্তে এ বিষয়ে কোনো নির্দিষ্ট অঙ্ক বা প্রস্তাব চূড়ান্ত করা সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের মতে, নবম পে-স্কেলে বেতন অনুপাত ১:৮ নির্ধারণ করা হলে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হতে পারেন। তবে ভাতা কাঠামো কীভাবে পুনর্গঠন করা হয়, তার ওপরই পুরো পে-স্কেলের বাস্তব প্রভাব নির্ভর করবে।
সূত্র : ডেইলি ক্যাম্পাস
জবির ডি ইউনিটে তীব্র প্রতিযোগিতা, পরীক্ষা আজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সীমিত সংখ্যক আসনের বিপরীতে বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় এ ইউনিটে প্রতিযোগিতা এবারও অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘ডি’ ইউনিটে মোট ৬১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৫ হাজার ৮২৬টি। এর ফলে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে প্রায় ৪৩ জন শিক্ষার্থী, যা সামাজিক বিজ্ঞান অনুষদের প্রতি শিক্ষার্থীদের বাড়তি আগ্রহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সানজিদা ফারহানা বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, ভর্তি পরীক্ষা আজ শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ডিন আরও জানান, এবারের ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকার মোট ৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ ইউজার আইডি ব্যবহার করে লগইন করলে কেন্দ্র ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
-রফিক
পাঠকের মতামত:
- শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা: প্রকাশিত হলো পূর্ণাঙ্গ সূচি
- সমঝোতা মানেই পূর্ণ সহযোগিতা: জোটের ভবিষ্যৎ নিয়ে নাহিদ ইসলামের বার্তা
- বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- বিশ্বকাপে ভারতীয় ভিসা পাচ্ছেন না ইংল্যান্ডের দুই তারকা
- পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির নতুন প্রস্তাব: সহজ হবে ভোটদান প্রক্রিয়া
- জুলাইয়ের প্রতিরোধকারীদের ঢাল হচ্ছে সরকার: অনুমোদন পেল বিশেষ আইন
- পদ হারাচ্ছেন বিসিবির নাজমুল ইসলাম
- টেবুনিয়া বিএডিসিতে সহকারী পরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে
- শেয়ারবাজারে ১৫ জানুয়ারির টার্নওভার চিত্র
- ১৫ জানুয়ারি পূর্ণাঙ্গ শেয়ারবাজার বিশ্লেষণ
- ১৫ জানুয়ারি দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জানুয়ারির শীর্ষ ১০ দরবৃদ্ধির তালিকা
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
- দরিদ্র পরিবারে মাসে ৪৫৪০ টাকা দেওয়ার প্রস্তাব
- ভোটপ্রক্রিয়া বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ: মির্জা আব্বাস
- ২০২৬ সালের রমজান ও ঈদ নিয়ে সম্ভাব্য সময়সূচি
- ৩০টির বেশি মিউচুয়াল ফান্ডের এনএভি প্রকাশ, কোথায় সুযোগ
- রেকর্ড ডেট শেষে সরকারি বন্ড ও দুই কোম্পানীর লেনদেন শুরু
- সরকারি বন্ড বাজারে স্থগিতাদেশ ও ডিলিস্টিং একসঙ্গে
- "এবার আর লক্ষ্যভ্রষ্ট হবে না" ট্রাম্পকে গুলি করা নিয়ে ইরানের বার্তা
- ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক আজ, কী আলোচনা হতে যাচ্ছে
- ভোটার তথ্য বিক্রি করে কোটি টাকা আয়, ইসির কর্মী গ্রেফতার
- ওয়াশিংটনের নতুন সমরকৌশলে কাঁপছে মধ্যপ্রাচ্য: যুদ্ধের মেঘ কি তবে সুদূরপ্রসারী?
- ঢাকায় যেদিন হতে যাচ্ছে ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’
- জেনে নিন টাকার বিপরীতে আজকের বৈশ্বিক মুদ্রার বিনিময় হার
- নাগরিক ভোটের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করবে গণভোট: আলী রীয়াজ
- মশা তাড়াতে গিয়ে রোগ ডেকে আনছেন না তো? সতর্ক হোন এখনই
- একীভূত পাঁচ ব্যাংকের আমানতে দুই বছর মুনাফা স্থগিত
- দামী ক্রিমের চেয়ে ১০ গুণ বেশি ফল দেবে ঘরোয়া রূপচর্চা!
- একাধিক স্ত্রী গোপন, পটুয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- অসহায় জনগণের আর্তনাদ: সংবিধানের ‘মালিক’ এখন গ্যাস ও চালের বাজারে জিম্মি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিএসইর আইনি সতর্কতা
- সিলেটে ১৩০টি গ্যাস সিলিন্ডার জব্দ
- বাকেরগঞ্জে পোষা বিড়ালকে কুপিয়ে জখম: বিচার চেয়ে থানায় গৃহবধূ
- বিনিয়োগকারী অভিযোগে ডিজিটাল সমাধান জোরদার ডিএসইর
- ডিএসই পরিদর্শন/ডোমিনেজ চালু, অন্য চার কোম্পানির কারখানা বন্ধ
- টাকা ফেরত দাও: বিসিবি পরিচালকের মন্তব্যে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন
- আজকের স্বর্ণের দাম: ১৫ জানুয়ারি ২০২৬
- আগামী ২৪ ঘণ্টায় ইরানে মার্কিন হামলা? খাদের কিনারায় মধ্যপ্রাচ্যের শান্তি
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- আজকের নামাজের সময়সূচি: ১৫ জানুয়ারি ২০২৬
- আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
- অনিশ্চয়তায় অভিবাসনের স্বপ্ন: বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত
- স্কটল্যান্ডে বাংলাদেশের নতুন কনসাল জেনারেলের সম্মানে সিলেট প্রেসক্লাবে রাজকীয় আয়োজন
- আজ ঢাকায় কোথায় কোন কর্মসূচি, দেখে নিন এক নজরে
- বাহরাইনের মানামায় বিএনপির নতুন পথচলা: ঘটা করে ঘোষণা হলো নতুন কমিটি
- সুস্থ জীবনের চাবিকাঠি কি রাতের খাবারের সময়েই লুকিয়ে? যা বলছেন পুষ্টিবিদরা
- মহাকাশের নিস্তব্ধতা ভেঙে রঙিন শকওয়েভ: অরিগা নক্ষত্রমণ্ডলে বিরল আবিষ্কার
- মেজাজ খিটখিটে আর অনিদ্রা? চিনির বদলে মধুই হতে পারে আপনার সমাধান
- এসএসসি পরীক্ষায় বড় পরিবর্তন, চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- বাহরাইনের মানামায় বিএনপির নতুন পথচলা: ঘটা করে ঘোষণা হলো নতুন কমিটি
- এক চড়, দশ হাজার টাকা, আর চিরকালের নত মেরুদণ্ড
- ডিভিডেন্ড পরিশোধে আনুষ্ঠানিক ঘোষণা তিন প্রতিষ্ঠানের
- আজ ঢাকায় বন্ধ থাকবে যেসব মার্কেট ও দর্শনীয় স্থান
- আজ ঢাকায় কোথায় কোন কর্মসূচি, দেখে নিন এক নজরে
- ডিএসই পরিদর্শন/ডোমিনেজ চালু, অন্য চার কোম্পানির কারখানা বন্ধ
- কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির চিঠি, নেপথ্যে কী
- নবম পে-স্কেলে সর্বনিম্ন বেতন নিয়ে তিন প্রস্তাব
- ১২ জানুয়ারি ডিএসইতে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- আজকের আবহাওয়া আপডেট: কোথায় কতটা শীত
- বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিএসইর আইনি সতর্কতা
- টিভির পর্দায় আজকের সব খেলার সূচি
- আজ নামাজের সময়সূচি ও সূর্যাস্ত








