লালগালিচায় দুই বোনের ঝলক: আলো ছড়ালেন একসঙ্গে

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৫ ০৯:৩৯:৪৯
লালগালিচায় দুই বোনের ঝলক: আলো ছড়ালেন একসঙ্গে

শোবিজ দুনিয়ার এক আলো ঝলমলে সন্ধ্যা। লালগালিচায় ক্যামেরার ঝলকানির মাঝে প্রতিটি মুহূর্ত ধরে রাখার প্রাণান্ত চেষ্টা ফটোগ্রাফারদের। ঠিক এমন এক সন্ধ্যায় হাজির হলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। তবে একা নন, পাশে ছিলেন তাঁর ছোট বোন মালাইকা চৌধুরী, যিনি নিজেও এখন ধীরে ধীরে শোবিজে নিজের অবস্থান তৈরির পথে।

সবার দৃষ্টি যখন মেহজাবীনের দিকে, তখন তিনি হাসিমুখে বোনকে কাছে টেনে নিলেন। দুজন একসঙ্গে ফ্রেমে বন্দী হলেন ক্যামেরায়। একদিকে তারকাখ্যাতি, অন্যদিকে আন্তরিক পারিবারিক সম্পর্ক—সব মিলিয়ে লালগালিচায় এক অসাধারণ মুহূর্ত তৈরি হয়।

মেহজাবীন, যিনি এক দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন, এবার বোন মালাইকাকে নিয়ে সেই জগতেই অভ্যর্থনা জানান। অনেকেই বলেছেন, এই উপস্থিতি শুধু একসঙ্গে আসা নয়, বরং শিল্পী জীবনের উত্তরাধিকারের এক প্রকাশও বটে।

যদিও এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি, তবু মালাইকা চৌধুরীর শোবিজ যাত্রা শুরু হয়েছে গত বছর। কিছু নাটকে অভিনয় করেছেন, কিছু ফ্যাশন প্রজেক্টেও যুক্ত হয়েছেন। দর্শকদের কাছে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছেন তিনি। বড় বোনের অনুপ্রেরণাই যেন তাঁর আত্মবিশ্বাসের প্রধান ভিত্তি।

একান্ত সাক্ষাৎকারে মেহজাবীন বলেছেন, “মালাইকা সব সময়ই সৃজনশীল ছিল। আমি চেয়েছিলাম ও নিজের মতো করে এগিয়ে যাক। আজ যখন ওর পাশে দাঁড়াই, মনে হয় আমরা একসঙ্গে একটা স্বপ্ন পূরণের পথে।”

সামাজিক মাধ্যমে মুহূর্তটি ছড়িয়ে পড়তেই ভক্তরা উচ্ছ্বাসে ভেসেছেন। অনেকেই লিখেছেন, “দুই বোন একসঙ্গে—ভালোবাসা আর সৌন্দর্যের নিখুঁত সংমিশ্রণ!” কেউ কেউ বলেছেন, “মালাইকা আমাদের নতুন প্রিয় হতে চলেছেন, মেহজাবীনের মতো।”

মেহজাবীন বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনায় আসেন না। কিন্তু বোনকে সঙ্গে নিয়ে এই খোলামেলা উপস্থিতি তাঁর পারিবারিক বন্ধনের সৌন্দর্যকে সামনে এনেছে নতুনভাবে।

অনন্যা, নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত