বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় শিক্ষক নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট নিরসনে বড় পরিসরের নিয়োগ কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের অনুমতির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চাহিদাপত্র পাঠানো হয়েছে।
এনটিআরসিএর প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে অনুমোদন দিলেই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্টরা বলছেন, এই অনুমোদনই এখন পুরো নিয়োগ কার্যক্রমের মূল চাবিকাঠি।
সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য প্রথম ধাপে টেলিটকের মাধ্যমে সারা দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করে এনটিআরসিএ। প্রাথমিকভাবে সংগৃহীত তথ্যে শূন্য পদের সংখ্যা দাঁড়ায় ৭২ হাজারেরও বেশি।
তবে এসব তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে পরবর্তী ধাপে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিস্তারিত যাচাইয়ের জন্য চিঠি পাঠানো হয়। সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর নিবিড় পর্যালোচনা শেষে চূড়ান্তভাবে ৬৮ হাজার শূন্য পদের তথ্য নিশ্চিত হয়। এই যাচাইকৃত পদগুলোর বিপরীতেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৭ জুন এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ওই বিজ্ঞপ্তিতে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে আবেদন ও যাচাই-বাছাই শেষে বাস্তবে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ দিতে সক্ষম হয় কর্তৃপক্ষ। এই অভিজ্ঞতা থেকেই সপ্তম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের তথ্য আরও কঠোরভাবে যাচাই করা হয়েছে বলে জানা গেছে।
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে চাহিদাপত্রের অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই গণবিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। একসঙ্গে এত বড় সংখ্যক শূন্য পদে নিয়োগ শুরু হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার অপেক্ষায় থাকা হাজারো নিবন্ধনধারী প্রার্থীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
-রাফসান
শুরু হচ্ছে কৃষি গুচ্ছের ভর্তি যুদ্ধ: শেষ সময়ের প্রস্তুতি জানুন
দেশের ৯টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ২টায় শুরু হয়ে ঘণ্টা ব্যাপী এই এমসিকিউ পরীক্ষা চলবে বিকেল ৩টা পর্যন্ত। এ বছর মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন গড়ে প্রায় ২৪ জন পরীক্ষার্থী। প্রযুক্তিগত ও প্রশাসনিক সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
এবারের পরীক্ষায় ভর্তিচ্ছুদের যাতায়াত ও কেন্দ্র খুঁজে পাওয়ার বিড়ম্বনা কমাতে বিশেষ প্রযুক্তি ও সেবামূলক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। পরীক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘স্পেশাল বাস সার্ভিস’, যা বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দিঘারকান্দা বাইপাস ও কেওয়াটখালী রুট থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছে দেবে। এ ছাড়া ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার হল খুঁজে পেতে ‘বাউ এক্সাম হল ফাইন্ডার’ (https://bie.bau.edu.bd/ExamHall/) সিস্টেম চালু করা হয়েছে। এখানে রোল নম্বর দিলেই হলের প্রধান ফটকের ছবি ও জিপিএস লোকেশন সরাসরি দেখতে পাবেন শিক্ষার্থীরা।
পরীক্ষাকে সুশৃঙ্খল রাখতে বাকৃবিতে প্রথমবারের মতো ‘কেন্দ্রীয় হেল্প ডেস্ক’ স্থাপন করা হয়েছে। প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় এই ডেস্ক থেকে পরীক্ষার্থীরা আসন বিন্যাসসহ যাবতীয় তথ্য ও সহযোগিতা পাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসের কোথাও আলাদাভাবে এলাকা বা জেলাভিত্তিক কোনো হেল্প ডেস্ক স্থাপন করতে দেওয়া হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ও যানজট এড়াতে ক্যাম্পাসের মোড়ে মোড়ে ভলান্টিয়ার ও আইসিটি সেলের প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। বিকেল ৩টায় পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশেষ বাস ট্রিপের ব্যবস্থা রাখা হয়েছে।
স্থগিত প্রাথমিক পরীক্ষা কবে জানাল শিক্ষা অধিদপ্তর
স্থগিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষাটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
অধিদপ্তর জানায়, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ শীর্ষক এই লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার পূর্বনির্ধারিত সময়েই এবং আগেই নির্ধারিত কেন্দ্রগুলোতে গ্রহণ করা হবে। পরীক্ষার্থীদের কেন্দ্র বা সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে না।
প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এর অংশ হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
রাষ্ট্রীয় শোকের শেষ দিন ২ জানুয়ারি হওয়ায় ওই দিন অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকার পাশাপাশি অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
-রফিক
২০২৬ শিক্ষাবর্ষে কলেজে দীর্ঘ ছুটির নতুন সূচি
দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য কলেজ পর্যায়ের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের জন্য মোট ৭২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হলো পবিত্র রমজান মাসজুড়ে কলেজ বন্ধ রাখার ঘোষণা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন ছুটির সূচি অনুমোদন দেওয়া হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, ধর্মীয় ও মৌসুমি ছুটিকে সমন্বয় করে দীর্ঘ ছুটির সুযোগ রাখা হয়েছে।
নতুন শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা যায়, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে শিক্ষার্থীরা টানা ২৬ দিনের ছুটি ভোগ করবে। এই দীর্ঘ ছুটি শুরু হবে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২৫ মার্চ পর্যন্ত, যা কলেজ শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
ছুটির তালিকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের অবকাশ রাখা হয়েছে। পাশাপাশি দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় পূজাকে কেন্দ্র করে আরও ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। বছরের শেষে শিক্ষার্থীদের জন্য ১১ দিনের শীতকালীন অবকাশও অন্তর্ভুক্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাবর্ষ পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৫ জুন। ভর্তি শেষে নিয়মিত ক্লাস শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে ১ জুলাই থেকে।
এদিকে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন এবং পরীক্ষার ফলাফল ১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
-রাফসান
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ জানুন
জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রাখতে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। ফলে পূর্বঘোষিত সূচি অনুযায়ী নির্ধারিত তারিখে পরীক্ষা আর অনুষ্ঠিত হচ্ছে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় শোক পালনের মর্যাদা ও পরিবেশ বজায় রাখার বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। তিনি জানান, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এই দিবস পালনের সময় নিয়োগ পরীক্ষার মতো বড় আয়োজন স্থগিত রাখাই সমীচীন বলে মনে করা হয়েছে।
পরীক্ষার পরবর্তী সময়সূচি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। মহাপরিচালকের ভাষ্য অনুযায়ী, পরীক্ষা খুব দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে না। সম্ভাব্য নতুন তারিখ হিসেবে আগামী ৯ জানুয়ারির কথা ভাবা হচ্ছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
এদিকে পরীক্ষা স্থগিতের খবরে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই নতুন তারিখ জানতে আগ্রহী হলেও, অধিদপ্তরের পক্ষ থেকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। সংশোধিত সময়সূচি চূড়ান্ত হলে তা দ্রুত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
অধিদপ্তর সূত্র আরও জানায়, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি দেশের অন্যতম বৃহৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা। হাজার হাজার শূন্য পদের বিপরীতে বিপুলসংখ্যক প্রার্থী এতে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ পরীক্ষার সূচি পরিবর্তনে প্রস্তুতিতে সামান্য সমন্বয়ের প্রয়োজন হলেও, পরীক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশ্বস্ত করেছে যে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা তৈরি হবে না এবং দ্রুততম সময়ের মধ্যেই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
-রফিক
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত: নতুন সম্ভাব্য তারিখ জানাল অধিদপ্তর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের পরিপ্রেক্ষিতে আগামী ২ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। অধিদপ্তরের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২ জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় এবং দেশজুড়ে সাধারণ ছুটি ও শোকের পরিবেশ বিরাজ করায় এই বড় ধরণের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষক নিয়োগ কমিটি। তবে ১০ লাখেরও বেশি পরীক্ষার্থীর দুশ্চিন্তা কমাতে অধিদপ্তর থেকে একটি সম্ভাব্য নতুন তারিখের কথা জানানো হয়েছে। মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, স্থগিত হওয়া এই পরীক্ষাটি আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়; জেলা প্রশাসকদের (ডিসি) মতামত নেওয়ার পর দ্রুতই দাপ্তরিকভাবে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
এবারের নিয়োগ পরীক্ষায় পদের তুলনায় প্রার্থীর সংখ্যা নজিরবিহীন। মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী লড়াই করবেন। প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) আবেদনকারী ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন এবং দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী এই স্থগিতাদেশের ফলে অপেক্ষার মুখে পড়লেন।
অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, পরীক্ষা পেছালেও এর আগে জারি করা অন্যান্য কঠোর নিরাপত্তা নির্দেশনাবলী এবং প্রবেশপত্রের নিয়ম অপরিবর্তিত থাকবে। প্রার্থীদের অবশ্যই রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল এনআইডি কার্ড সাথে রাখতে হবে। পরীক্ষার নতুন চূড়ান্ত তারিখ ও সময় খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নিয়মিত অধিদপ্তরের ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এসএসসি ২০২৬ নিয়ে জরুরি নির্দেশনা
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক কার্যক্রমে গতি বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এরই অংশ হিসেবে রোববার (২৮ ডিসেম্বর) এসএসসি পরীক্ষার সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ। প্রকাশিত এই খসড়া তালিকায় কেন্দ্র বিন্যাসে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বোর্ডের আওতায় থাকা সরকারি ও বেসরকারি সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে পাঠানো হয়েছে।
বোর্ড সূত্র জানিয়েছে, প্রকাশিত খসড়া কেন্দ্র তালিকা নিয়ে যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের আপত্তি বা অভিযোগ থাকে, তবে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে লিখিতভাবে জানাতে হবে। নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়ে চলবে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া ১১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফি জমা দিতে পারবেন।
অন্যদিকে, বোর্ডের নির্দেশ অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এসএসসি পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষ করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরই কেবল ফরম পূরণের সুযোগ দেওয়া হবে। কেন্দ্র তালিকায় কোনো বড় ধরণের অসংগতি থাকলে তা ৩১ ডিসেম্বরের পর চূড়ান্তভাবে সংশোধন করে প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড।
এমবিবিএস-বিডিএস ভর্তি পিছাল, নতুন তারিখ ঘোষণা
২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সে ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়ের পরিবর্তে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বরের পরিবর্তে ভর্তি কার্যক্রম শুরু হবে ১০ জানুয়ারি এবং তা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
রোববার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সংশোধিত সময়সূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর।
কেন সময়সূচি পরিবর্তন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিবার্য প্রশাসনিক ও বাস্তব কারণ বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে। আগে এমবিবিএস ও বিডিএস কোর্সে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সম্পন্ন করার কথা ছিল। তবে এখন সেই সময় পরিবর্তন করে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন ভর্তি প্রক্রিয়া পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোথায় ভর্তি কার্যক্রম হবে
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ সরকারি মেডিকেল কলেজ কিংবা ডেন্টাল কলেজ বা সংশ্লিষ্ট ইউনিটে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি সময় যেসব কাগজপত্র বাধ্যতামূলক
ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের নির্ধারিত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে রয়েছে-
- এমবিবিএস বা বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফলের প্রিন্ট কপি
- এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড
- এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র
- এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদপত্র এবং প্রশংসাপত্র
সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত মূল নাগরিক সনদ
এ ছাড়া পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ ও জেলা প্রশাসকের প্রদত্ত সনদ, অ-উপজাতীয় প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রধান ও জেলা প্রশাসকের মূল সনদপত্রও জমা দিতে হবে।
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস এবং ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১২ ডিসেম্বর। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা নেওয়া হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, এবারের ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ উপস্থিতির হার। পরীক্ষার ফল প্রকাশ করা হয় ১৪ ডিসেম্বর। এতে মোট পরীক্ষার্থীর মধ্যে ৬৬ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হন।
ভর্তি কার্যক্রমের সময়সূচি পরিবর্তনের ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার জন্য অতিরিক্ত সময় পাচ্ছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন না করলে আসন বাতিল হওয়ার ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
-শরিফুল
২০২৬ শিক্ষাবর্ষে ঈদের ছুটি থাকবে যতদিন
দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির নতুন তালিকা প্রকাশ করেছে সরকার। সর্বশেষ ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছর বিদ্যালয়গুলোতে মোট বাৎসরিক ছুটি নির্ধারণ করা হয়েছে ৬৪ দিন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৫ শিক্ষাবর্ষে যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭৬ দিন ছুটি ছিল, সেখানে এবার তা ১২ দিন কমিয়ে আনা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ছুটির তালিকা চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব সাবিনা ইয়াসমিন।
নতুন ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে একাধিক ধর্মীয় ও জাতীয় দিবসে বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এসব দিবসের মধ্যে রয়েছে শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, জন্মাষ্টমী এবং মহালয়া। এসব দিবসে ছুটি না রাখার সিদ্ধান্তই মূলত বাৎসরিক ছুটির সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়া শিক্ষাবর্ষে পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে পবিত্র রমজান মাসের প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তও বাৎসরিক ছুটি হ্রাস পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে ছুটির সংখ্যা কমলেও কয়েকটি বড় ও দীর্ঘমেয়াদি অবকাশ রাখা হয়েছে। পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ১৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত মোট ১২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের অবকাশ থাকবে। বছরের শেষ দিকে শীতকালীন ছুটি ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে টানা ১০ দিন।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নতুন ছুটির কাঠামোর মাধ্যমে পাঠদানের সময় বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে ছুটি কমানোয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।
-শরিফুল
২০২৬ সালে স্কুলে ছুটি কমলো ১২ দিন, দেখে নিন তালিকা
দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। নতুন সূচি অনুযায়ী, আগামী বছর বিদ্যালয়গুলোতে মোট ৬৪ দিন বাৎসরিক ছুটি নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৫ শিক্ষাবর্ষে যেখানে ছুটির সংখ্যা ছিল ৭৬ দিন, সেখানে এবার তা কমে এসেছে ১২ দিন।
রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত প্রজ্ঞাপনে উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষর করেন।
প্রকাশিত ছুটির সূচি বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৬ সালে বেশ কয়েকটি ধর্মীয় ও জাতীয় দিবসে কোনো ছুটি রাখা হয়নি। এর মধ্যে রয়েছে শবে মেরাজ, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, জন্মাষ্টমী ও মহালয়া। পাশাপাশি, পবিত্র রমজান মাসের প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ছুটি কমার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে সীমিত ছুটির মধ্যেও কয়েকটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অবকাশ রাখা হয়েছে। পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ১৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন, এবং শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
-শরিফুল
পাঠকের মতামত:
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় শিক্ষক নিয়োগ
- ইশরাক হোসেনের মনোনয়নের বৈধতা নিয়ে তথ্য সামনে এল
- ২ লাখ ১২ হাজার টাকায় কেনা যাবে এক ভরি সোনা
- জান্নাতে সব থাকলেও যেসব জিনিস নাই
- হাড়কাঁপানো শীতে রোগ প্রতিরোধে তুলসী চায়ের জাদুকরী সব গুণ
- আইপিএল থেকে মোস্তাফিজ আউট, রেকর্ড দামে দল পেয়েও কেন বাদ মোস্তাফিজ?
- খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা বেগমের নতুন অধ্যায়
- কাল থেকে শুরু হাড়কাঁপানো শীতের তীব্রতা: কতদিন চলবে এই তাণ্ডব?
- হাড়কাঁপানো শীতে ঘর হবে উষ্ণ: জানুন গিজার ও হিটারের বাজারদর
- ব্যাংক হলিডের প্রভাব, বাজারে নেতিবাচক চিত্র
- কনকনে ঠান্ডায় পানিভীতি কাটানোর উপায়: গোসল হবে এখন উপভোগ্য
- শীতের রাতে হঠাৎ শ্বাসকষ্ট: ইনহেলার না থাকলে যা করা জরুরি
- নাগরিকত্ব পেতে চান? জানুন কোন কোন দেশে খুব সহজে নাগরিকত্ব পাওয়া যায়
- শুরু হচ্ছে কৃষি গুচ্ছের ভর্তি যুদ্ধ: শেষ সময়ের প্রস্তুতি জানুন
- তাপবিদ্যুৎ কেন্দ্র চলবে ধার করা কয়লায়, নজিরবিহীন সংকটে পায়রা
- অবহেলার জবাব মাঠেই দিলেন মাহমুদউল্লাহ
- গয়না কেনার আগে দেখে নিন আজ কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে দেশে
- আমরা থানা পুড়িয়েছি ও এসআইকে জ্বালিয়ে দিয়েছি: বৈষম্যবিরোধী নেতা
- শূন্য চেয়ারপারসন পদ: তারেক রহমানই কি এখন বিএনপির নতুন প্রধান?
- আবহাওয়া অফিসের বড় দুঃসংবাদ, ধেয়ে আসছে হাড়কাঁপানো তীব্র শীত
- ভেনেজুয়েলায় মাদুরোকে সরাবার চাল : ইরাকের মতো ডুববে কি আমেরিকা?
- অবশেষে অবসান হলো অপেক্ষার: বিশেষ আহ্বান নিয়ে হাজির ড. ইউনূস
- আজ ৩ জানুয়ারি ২০২৬ ও জেনে নিন পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি
- আজ শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে
- জেনে নিন আজকের আবহাওয়ার হালচাল
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- এক লাখ টাকার সঞ্চয়পত্রে মাসিক মুনাফা কমল যত
- শেয়ারবাজারের সাপ্তাহিক পূর্ণাঙ্গ বিশ্লেষণ
- পেটের আলসার: কারণ, চিকিৎসা ও প্রতিরোধ
- সংসদের বেতন ছাড়া কিছুই নেব না: হাসনাত
- বিয়ের আগে পুরুষদের ত্বক উজ্জ্বল রাখার সহজ উপায়
- "স্লো পয়জনিং খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে"
- ২০২৬ ক্রিকেট ক্যালেন্ডার: থামার ফুরসত নেই বাংলাদেশের
- ৯ম পে স্কেলে আমূল পরিবর্তন, সরকারি চাকরিতে বেতনে বড় সুখবর
- ২০২৬ সালে কখন রমজান, ঈদ ও শবে বরাতের সম্ভাব্য সূচি
- জানাজার পর কবর জিয়ারতে খালেদা জিয়ার নাতনি জাইমা
- ম্যাচ জয়ের পুরস্কার, রিপন পেলেন যত টাকার বোনাস
- স্থগিত প্রাথমিক পরীক্ষা কবে জানাল শিক্ষা অধিদপ্তর
- ঢাকায় শীতের দাপট নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- আজকের ফজর থেকে এশা, সময়সূচি প্রকাশ
- হুহু করে আবার কমল স্বর্ণের দাম
- গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন, সতর্কবার্তা তিতাসের
- টাকা ছাড়াই ব্রিটিশ কাউন্সিলের ফ্রি কোর্স: ২০২৬-এর বড় সুযোগ
- সাত বছরে মুফতি ফয়জুল করীমের আয় বেড়ে দ্বিগুণ
- বেগম জিয়ার ঐক্যের পথে চলতে চায় জামায়াত: জামায়াত আমির
- শীতে সুস্থ থাকতে নারীদের খেয়াল রাখতে হবে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে
- শূন্য সম্পদ নিয়ে সাবেক মন্ত্রীর প্রতিপক্ষ তুষার
- ২০২৬ সালে মেগা বাজেটের বিস্ফোরণ: পর্দা কাঁপাতে আসছে সেরারা
- ভিপি সাদিক কায়েমকে যে পরামর্শ দিলেন তারেক রহমান
- ৪৬তম বিসিএসের ভাইভার চূড়ান্ত তারিখ প্রকাশ
- ৯ম পে স্কেলে আমূল পরিবর্তন, সরকারি চাকরিতে বেতনে বড় সুখবর
- আজকের স্বর্ণের দাম: ২৭ ডিসেম্বর ২০২৫
- পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর
- এমবিবিএস-বিডিএস ভর্তি পিছাল, নতুন তারিখ ঘোষণা
- সাধারণের নাগালের বাইরে সোনার বাজার: মধ্যবিত্তের সোনা কেনার স্বপ্ন কি তবে শেষ
- আজকের স্বর্ণের দাম: ২৮ ডিসেম্বর ২০২৫
- সোনার বাজারে সুখবর! কমল দাম যত
- ঢাকা-১৫ জামায়াত আমিরের বিপক্ষে নামলেন যে বিএনপি প্রার্থী
- ২০২৬ সালে স্কুলে ছুটি কমলো ১২ দিন, দেখে নিন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৪৪ ধারা: কেন্দ্রে প্রবেশের নতুন নিয়ম
- হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা থেকে মুক্তি কবে? যা জানাল আবহাওয়া অফিস
- ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা: আজই দেখে নিন রুটিন
- ই-রিটার্ন দাখিলে আর বাধা নেই: বড় সুখবর দিল রাজস্ব বোর্ড আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় রেট: ৩০ ডিসেম্বর ২০২৫
- জামায়াত-চরমোনাই দ্বিমুখী লড়াই: সংকটে ইসলামী জোট








