আদালতে তলব ডা. মুরাদ হাসানকে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ১৯:৪৮:২৬
আদালতে তলব ডা. মুরাদ হাসানকে

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং ইউটিউব উপস্থাপক নাহিদ হেলালের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় তাদের আগামী ১৯ জুন জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৪ মে) বিকেলে বিচারক রোকসানা পারভীন এ নির্দেশনা দেন।

২০২১ সালে ইউটিউব চ্যানেল ‘পানসিয়ানা’-তে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। এ মন্তব্যের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন সাবেক ছাত্রদল নেতা ও জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি লায়ন মো. রুমেল সরকার।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের মন্তব্যে দেশের রাজনৈতিক পরিবেশ ও আন্তর্জাতিক ভাবমূর্তিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, আদালত প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন।

মামলায় উল্লেখ করা হয়, উক্ত বক্তব্যে ব্যক্তি, রাজনৈতিক দল এবং দেশের সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং এর ফলে আর্থিক ও সামাজিকভাবে বিশাল ক্ষতি হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাদী।

এই মামলাটি দেশের রাজনীতিতে শিষ্টাচার ও জবাবদিহিতার গুরুত্ব পুনরায় সামনে এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ