গণতন্ত্রের পথে? যমুনায় গুরুত্বপূর্ণ বৈঠক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ১৯:৩৮:২৩
গণতন্ত্রের পথে? যমুনায় গুরুত্বপূর্ণ বৈঠক

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর যমুনা ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইউনূসের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। বৈঠকে অংশ নিতে বিএনপির একটি প্রতিনিধিদল গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে যাত্রা করেছে।

স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে গঠিত এই প্রতিনিধিদলে আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এই বৈঠককে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন যমুনা ভবনের দিকে। চলমান রাজনৈতিক সংকট, নির্বাচনকালীন সরকারের কাঠামো এবং জাতীয় নির্বাচন সংক্রান্ত আলোচনাই বৈঠকের মূল এজেন্ডা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ের রাজনৈতিক টানাপোড়েন ও জাতীয় ঐকমত্যের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ