বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই, ভাই রাহুল দেবের শোকবার্তা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ১৭:৩২:০১
বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই, ভাই রাহুল দেবের শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। শুক্রবার (২৩ মে) রাতে ৫৪ বছর বয়সে নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই অভিনেতা। মৃত্যুকালে তিনি কন্যা সিয়া দেবের সঙ্গে ছিলেন।

অভিনেতা মনোজ বাজপেয়ী প্রথম মুকুলের মৃত্যুর খবর প্রকাশ করেন। পরে ভাই রাহুল দেব সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন।” তিনি আরও লেখেন, “আমাদের দুই ভাইবোন রশমি দেব ও আমি, এবং মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেব তাকে চিরকাল মনে রাখবো।”

মুকুল দেবের শেষকৃত্য অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেল ৫টায়, নয়াদিল্লিতে। তবে তার মৃত্যুর নির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

মুকুল দেব বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও ছিলেন পরিচিত মুখ। প্রথম চলচ্চিত্র ‘দস্তক’-এ এক পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন তিনি। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে তার পারফরম্যান্স দর্শকদের মনে দাগ কেটেছিল। শুধু হিন্দি নয়, মুকুল কাজ করেছেন মালায়ালাম, গুজরাতি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা সিনেমাতেও। বাংলা ছবির ভক্তদের কাছে ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ ছবিগুলোর মাধ্যমে পরিচিত ছিলেন মুকুল।

তার হঠাৎ মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা তাকে স্মরণ করছেন হৃদয়ভরা শ্রদ্ধায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ