যুদ্ধবন্দি বিনিময়ে বড় অগ্রগতি: রাশিয়া-ইউক্রেনের ৭৮০ বন্দির মুক্তি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ১৬:৫১:২৫
যুদ্ধবন্দি বিনিময়ে বড় অগ্রগতি: রাশিয়া-ইউক্রেনের ৭৮০ বন্দির মুক্তি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে একদিনে মুক্তি পেয়েছে ৭৮০ জন যুদ্ধবন্দি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার মুক্তি পাওয়া এই বন্দিদের অর্ধেক ইউক্রেনীয় এবং বাকি অর্ধেক রাশিয়ান। উভয় দেশই ২৭০ জন করে সামরিক ও ১২০ জন করে বেসামরিক বন্দিকে মুক্তি দিয়েছে।

এই বন্দি বিনিময় সম্ভব হয়েছে তুরস্কে অনুষ্ঠিত দুই দেশের প্রতিনিধিদের মধ্যকার সাম্প্রতিক সংলাপের মাধ্যমে। তুর্কি মধ্যস্থতায় দুই পক্ষ ৫০০ জন করে মোট এক হাজার যুদ্ধবন্দির মুক্তিতে সম্মত হয়। শুক্রবার তার মধ্যে প্রথম দফায় মুক্তি পেলেন ৭৮০ জন, বাকি ২২০ জনের মুক্তি আজ শনিবার ও আগামীকাল রোববার সম্পন্ন হবে বলে জানা গেছে।

মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় সেনা সদস্য ওলেক্সান্দার নেহির জানান, “আমার স্ত্রী জানত না আমি মুক্তি পাচ্ছি। সে তো শুধু সাপ্তাহিক সাক্ষাতে এসেছিল, আমাকে মুক্ত অবস্থায় দেখে আনন্দে বাকরুদ্ধ হয়ে যায়।” তিনি আরও বলেন, “এই সময়গুলোতে কখনো আশা হারানো চলবে না।”

একইভাবে, ৯ মাস আগে ইউক্রেনের খেরসন প্রদেশে বন্দি হওয়া রুশ সেনা ওলেকসান্দার তারাসোভ রয়টার্সকে জানান, “এখনও বিশ্বাস করতে পারছি না আমি মুক্ত।”

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “মস্কো ও কিয়েভের মধ্যকার এই সমঝোতা কি বড় কোনো সুসংবাদের পূর্বাভাস হতে পারে?”

বিশেষজ্ঞরা বলছেন, এটি যুদ্ধ বন্ধের পথে একটি বড় পদক্ষেপ, যদিও চূড়ান্ত শান্তির জন্য আরও অনেক কাজ বাকি। তবে বন্দি বিনিময়ের মতো মানবিক পদক্ষেপ বিশ্ববাসীর কাছে নতুন আশার সঞ্চার করছে।

সূত্র: রয়টার্স

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ