সৌদি বাদশাহর বিশেষ আমন্ত্রণে ১৩০০ মুসল্লি হজে যাবেন

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ১৩:০৪:১৪
সৌদি বাদশাহর বিশেষ আমন্ত্রণে ১৩০০ মুসল্লি হজে যাবেন

সত্য নিউজ: পবিত্র হজ পালনের জন্য বিশ্বের ১০০টি দেশের ১৩০০ জন মুসল্লিকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। সৌদি সরকারের অতিথি হিসেবে তারা সম্পূর্ণ ব্যয়ে হজ পালনের সুযোগ পাবেন।

এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করছে সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রী শেখ ড. আবদুলাতিফ আল আশশেখ জানিয়েছেন, এটি সৌদি নেতৃত্বের ইসলামি উম্মাহর প্রতি দায়িত্ববোধের প্রতিফলন। অতিথিদের জন্য থাকবে সর্বোচ্চ মানের সেবা, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মসূচি, ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং শীর্ষ আলেমদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ।

এই কর্মসূচির লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় নেতা, আলেম ও চিন্তাবিদদের সঙ্গে সৌহার্দ্য বৃদ্ধি এবং ইসলামের শান্তির বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া।

প্রথমবার এই আয়োজন শুরু হয় ১৪১৭ হিজরি সালে, এবং এ পর্যন্ত ১৪০টি দেশের প্রায় ৬৫ হাজার মুসল্লি এই সুযোগ পেয়েছেন। হজের পুরো সময়জুড়ে সৌদি সরকার চিকিৎসা, যাতায়াত ও ধর্মীয় সেবা প্রদান করে। এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর ইসলামিক ও মানবিক লক্ষ্য অর্জনের পথেও এক গুরুত্বপূর্ণ ধাপ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ