‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’ ও ‘সিক্রেট ওয়ার্স’ মুক্তির তারিখ পেছালো

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৪ ০৯:৪৬:০২
‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’ ও ‘সিক্রেট ওয়ার্স’ মুক্তির তারিখ পেছালো

সত্য নিউজ: মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (MCU) বহুল প্রত্যাশিত দুটি ছবি—‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’ ও ‘সিক্রেট ওয়ার্স’ মুক্তির তারিখ পেছানো হয়েছে প্রায় সাত মাস। নতুন তারিখ অনুযায়ী, ‘ডুমস ডে’ মুক্তি পাবে ২০২৬ সালের ১৮ ডিসেম্বর, আর ‘সিক্রেট ওয়ার্স’ প্রেক্ষাগৃহে আসবে ঠিক এক বছর পর, ২০২৭ সালের ১৭ ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের ঠিক আগে।

এই সুযোগে মার্ভেলের ঐতিহাসিক মে মাসের স্লটে ঢুকে পড়েছে অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ অভিনীত জনপ্রিয় ছবি ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা’-এর সিক্যুয়েল, যা নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে।

গত বৃহস্পতিবার (২২ মে) ডিজনি তাদের আসন্ন চলচ্চিত্র সূচিতে বড় রদবদল আনে। এ সময় ঘোষণা করা হয়, কয়েকটি অনির্দিষ্ট শিরোনামের মার্ভেল প্রজেক্ট বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার বব ইগার জানান, “মার্ভেল অতিরিক্ত কনটেন্ট বানিয়ে ফেলছিল—সিনেমা ও সিরিজ মিলে ফোকাস হারিয়ে ফেলেছিল। এখন থেকে গুণমানই আমাদের প্রধান লক্ষ্য।”

মার্ভেলের এই পরিবর্তনের মধ্যেই আসে আরেক চমকপ্রদ ঘোষণা—রবার্ট ডাওনি জুনিয়র আবারও ফিরছেন MCU-তে, তবে এবার আর আয়রন ম্যান হিসেবে নয়। তিনি অভিনয় করবেন মার্ভেলের অন্যতম ভয়ংকর ভিলেন ‘ডক্টর ডুম’ চরিত্রে। এই দুটো ছবির পরিচালনা করছেন MCU-র আইকনিক নির্মাতা রুশো ব্রাদার্স।

‘ডুমস ডে’ হতে যাচ্ছে মার্ভেলের ইতিহাসের অন্যতম গা ছমছমে ও বৃহৎ স্কেলে নির্মিত একটি ছবি, যেখানে মাল্টিভার্সের দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। অন্যদিকে, ‘সিক্রেট ওয়ার্স’ নিয়ে মার্ভেল কমিক ইতিহাসে বহুল পরিচিত একটি কাহিনি, যেখানে পুরনো ও নতুন অ্যাভেঞ্জাররা একসঙ্গে স্ক্রিনে ফিরবেন।

‘সিক্রেট ওয়ার্স’-এর মধ্য দিয়েই স্পাইডার ম্যান প্রথমবার ব্ল্যাক স্যুটে আত্মপ্রকাশ করে এবং ডক্টর ডুম সর্বশক্তিমান রূপ ধারণ করেন। এই সিনেমা মাল্টিভার্স সাগার অন্যতম মোড়ঘোড়া অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ