নিয়ন্ত্রণ হারিয়ে বাগানে জাহাজ! বিস্ময়ে হতবাক বাসিন্দারা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৩ ১৭:৫৩:০১
নিয়ন্ত্রণ হারিয়ে বাগানে জাহাজ! বিস্ময়ে হতবাক বাসিন্দারা

সত্য নিউজ: ঘুম থেকে উঠে নিজের বাড়ির সামনে বিশাল একটি কন্টেইনারবাহী জাহাজ দেখতে পেলেন নরওয়ের এক বাসিন্দা, ঘটনাটি যেন সিনেমার দৃশ্য! শুক্রবার (২৩ মে) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হান হেলবার্গ নামের ওই ব্যক্তি এই অবাক করা ঘটনার মুখোমুখি হন।

জাহাজটির দৈর্ঘ্য ছিল ১৩৫ মিটার। এটি এতটাই কাছাকাছি চলে এসেছিল যে, মাত্র আরও পাঁচ মিটার দক্ষিণে গেলে সেটি সরাসরি হেলবার্গের শোবার ঘরে ঢুকে পড়ত। সৌভাগ্যবশত কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং কেউ আহত হননি।

প্রতিবেশী জোস্টেইন জর্গেনসেন জাহাজটির শব্দে ঘুম থেকে জেগে উঠে দ্রুত হেলবার্গের বাড়িতে ছুটে যান। একাধিকবার দরজার বেল বাজালেও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত ফোনে কল করে যোগাযোগ করেন তিনি।

হেলবার্গ জানান, তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখেন একটি বিশাল জাহাজ ঠিক তার বাগানে এসে থেমে আছে। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এটি এতটাই বিশাল ছিল যে আমাকে ঘাড় বাঁকিয়ে জাহাজের উপরের অংশ দেখতে হয়েছে।”

জাহাজটি সাইপ্রাসের পতাকাবাহী কার্গো জাহাজ ‘এনসিএল সালটেন’, যা ট্রন্ডহেইম ফজর্ড দিয়ে দক্ষিণ-পশ্চিমের ওরকাঙ্গারের দিকে যাচ্ছিল। এই যাত্রাপথে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে হেলবার্গের বাড়ির কাছাকাছি এসে আটকে যায়। জাহাজটিতে ১৬ জন লোক ছিলেন।

উল্লেখযোগ্যভাবে, একই জাহাজ ২০২৩ সালেও একবার আটকে গিয়েছিল, তবে তখন নিজস্ব শক্তিতেই মুক্ত হতে পেরেছিল। এবার নরওয়েজিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ