ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না: বিশেষ সহকারী 

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৩ ১৩:২১:৪২
ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না: বিশেষ সহকারী 

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ। শুক্রবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি প্রধান উপদেষ্টার অবস্থান স্পষ্ট করেন এবং দেশের রাজনৈতিক উত্তরণে তার অনন্য ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পোস্টে ফাইজ আহমেদ বলেন, “প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ইউনূস ব্যক্তিগতভাবে ক্ষমতার আকাঙ্ক্ষী নন, তবে দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে তার নেতৃত্ব অপরিহার্য।” তিনি আরও বলেন, সরকার ও মন্ত্রিপরিষদকে আরও গতিশীল ও কার্যকর হতে হবে এবং উপদেষ্টাদের উদ্যোগ ও অগ্রগতি দৃশ্যমান করতে হবে, যাতে জনগণ আস্থাবান হয়।

বিশেষ সহকারী ফাইজ আহমেদ দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। তার ভাষায়, “সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ ও নিয়মিত আলোচনায় বসতে হবে। কোনো বিচ্ছিন্নতা কাম্য নয়।”

তিনি একইসঙ্গে সেনাবাহিনীর ভূমিকাও স্পষ্ট করেন “সভ্য কোনো রাষ্ট্রে সেনাবাহিনী রাজনীতিতে জড়ায় না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক; তাদের সম্মান ও আস্থা অটুট রাখতে হবে।” সেনাপ্রধানের নির্বাচনের সময়সীমা ঘিরে মন্তব্যকে “জুরিশডিকশনাল কারেক্টনেসে ঘাটতি” বলেও আখ্যা দেন তিনি।

ফাইজ আহমেদ আশাবাদ ব্যক্ত করেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে এপ্রিল-মে এর মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি তিনি আশা করেন, “জুলাই-আগস্ট ২০২৫ নাগাদ আমরা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন করব এবং একই সময়ে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রথম রায়ও প্রকাশিত হবে।”

প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাতের পর তিনি জানান, “দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দেখা করেছি। স্যারের পদত্যাগের শঙ্কা রয়েছে তিনি এমন আশঙ্কার কথাও ব্যক্ত করেছেন।”

সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা, জবাবদিহিতার দাবি এবং অন্তর্বর্তী সরকারের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও বিশেষ সহকারীর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, অধ্যাপক ইউনূস এখনো সংকট মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে রাজনৈতিক সংলাপ, নির্বাচন প্রস্তুতি ও ন্যায়বিচারের পথ সুগম করতে তিনি যেভাবে কাজ করে চলেছেন, তা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ